Humayun Kabir: সাসপেন্ড হয়েই তৃণমূলকে গদিচ্যুত করার হুমকি হুমায়ুন কবীরের

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 04, 2025 | 4:53 PM

হুমায়ুন বললেন, "কালই রিজাইন দেব, দলের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখব না। !" দৃশ্যত বিরক্ত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। সোজাসাপটা বললেন, "আমাকে জেলা সভাপতি অপূর্ব সরকার আমন্ত্রণ জানিয়েছিলেন। ওনার সঙ্গে কথা বলব। যদি থাকতে বলেন থাকব, নাহলে বেরিয়ে যাব।"

বহরমপুর: নেত্রীর সভায় যোগ দিতে এসেছিলেন। মঞ্চে উঠবেন বলে পাশেই ছিলেন দাঁড়িয়ে। আর ঠিক তখনই কলকাতায় বসে সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদের পর্যবেক্ষক ফিরহাদ হাকিম ও নিয়ামত শেখ হুমায়ুন কবীরের সাসপেনশনের নির্দেশ ঘোষণা করেন। মাঠে তখন দাঁড়িয়ে হুমায়ুন। সাংবাদিকদের মুখেই তিনি প্রথম জানতে পারেন, নিজের সাসপেনশনের কথা! প্রশ্ন করা হয়, সাসপেন্ড হওয়ার পরই কি তিনি নেত্রীর সভায় থাকবেন? হুমায়ুন বললেন, “কালই রিজাইন দেব, দলের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখব না। !” দৃশ্যত বিরক্ত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। সোজাসাপটা বললেন, “আমাকে জেলা সভাপতি অপূর্ব সরকার আমন্ত্রণ জানিয়েছিলেন। ওনার সঙ্গে কথা বলব। যদি থাকতে বলেন থাকব, নাহলে বেরিয়ে যাব।”