মুর্শিদাবাদে মুসলিম নেত্রীদের দল ছাড়া চলছেই! ‘মমতার কথাতেই…’, বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবীরের
বাবরি মসজিদের জন্য দানবাক্স ভরে গিয়েছে। অনেকে অনলাইনে টাকা পাঠাচ্ছেন। আবার কেউ কেউ ইটও পৌঁছে দিয়ে যাচ্ছেন। ভোটবাক্সে এই বাবরি মসজিদের আবেগকেই কাজে লাগাতে চান হুমায়ুন। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থানে গতকাল সকাল থেকেই চোখে পড়ে জুম্মার নমাজের ভিড়।
মুর্শিদাবাদ: তৃণমূল তাঁকে সাসপেন্ড করেছে। নতুন দল গড়ছেন তিনি। আর যে ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, সেই বাবরি মসজিদকে ভোটে হাতিয়ার করতে চলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। বাবরি মসজিদ তৈরি করতে হলে তাঁর দলকে ৯০ আসনে জেতাতে হবে বলে স্পষ্ট করে দিলেন। কেন ৯০টি আসন দরকার, তারও ব্যাখ্যা দিলেন হুমায়ুন। গত ৬ ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হুমায়ুন। বাবরি মসজিদের জন্য দানবাক্স ভরে গিয়েছে। অনেকে অনলাইনে টাকা পাঠাচ্ছেন। আবার কেউ কেউ ইটও পৌঁছে দিয়ে যাচ্ছেন। ভোটবাক্সে এই বাবরি মসজিদের আবেগকেই কাজে লাগাতে চান হুমায়ুন। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থানে গতকাল সকাল থেকেই চোখে পড়ে জুম্মার নমাজের ভিড়।