Aparajita Adhya: ‘তোমাকে মা বলে ডাকব,’ কে বলেছিলেন অপরাজিতা আঢ্যকে?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Mar 30, 2024 | 11:48 PM

অভিনেত্রী অপরাজিতা আঢ্যর সন্তানকে চেনেন? তিনি গার্গী রায়। এই সন্তানকে জন্ম দেননি অভিনেত্রী। কিন্তু ২০ বছর থেকে ৩৬ বছরের গার্গী থেকেন অপরাজিতার বাড়িতেই। বলেছেন, "আমার নিজের বাবা-মা আছেন। কিন্তু আমি অপরাজিতা আঢ্যকেই মা হিসেবে মানি। এটা ঈশ্বরের ইচ্ছা ছিল। তাঁকে আমি নিজে ফোন নম্বর জোগাড় করে বলেছিলেন, 'তোমাকে মা বলে ডাকব'। সেই থেকে আমি তাঁর মেয়ে।"

অন্তঃসত্ত্বা মালাইকা?
৫০-এ মা হচ্ছেন মালাইকা আরোরা? না, এই খবর নতুন নয়। অতীতে একাধিকবার এমন রটনা খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। সৌজন্যে বেলি ফ্যাট। সামান্য মেদ অথবা ঢিলেঢালা পোশাক মানেই নেটিজ়েনদের অনুমান, লুকনো হচ্ছে বেবি বাম্প। এক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটে। বডিশেপারে স্পষ্ট যে বেলিফ্যাট, নেটপাড়ার অনুমান: তা আসলে বেবিবাম্প। এমন কোনও খবর যদিও নিজে জানাননি মালাইকা।

মেয়েকে নিয়ে সরব ঐশ্বর্য
মেয়ে আরাধ্যা রাই বচ্চনকে নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায় না ঐশ্বর্য রাই বচ্চনকে। যদিও এবার আর প্রশ্ন এড়িয়ে গেলেন না তিনি। মেয়ের স্কুলের পারফর্ম নিয়ে প্রশ্ন করতেই তিনি বললেন, “ও আমার জীবন, আমার সবটাই ওর জন্য়ে। আমার আত্মা ও। আমি তো মা।”

আসছে ‘পাঠান ২’?
২০২৩ সালে বলিউড তথা শাহরুখ খানের ভাগ্য ফিরিয়েছিল ‘পাঠান’ ছবি। এবার সেই ছবির সিক্যুয়েল নিয়ে জল্পনা তুঙ্গে। আগে থেকেই পাকা খবর ছিল, ছবির পার্ট ২ আসবে। তবে শাহরুখ তথা রেড চিলিজ় কি আর সিদ্ধার্থ আনন্দের ওপর ভরসা রাখতে পারছে না? শোনা যাচ্ছে, ছবির পরিচালনায় এবার থাকতে পারেন আদিত্য চোপড়া। যদিও এই খবরে এখনও শিলমোহর দেননি কিং খান বা তাঁর টিম।

আলিয়ার বহুমূল্যের নেকলেস
লন্ডনের ‘হোপ গালা’ গলায় কী পরেছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট? তিনি পরেছিলেন দুর্দান্ত একটি নেকলেস। চোখ ধাঁধানো নেকলেসের আকাশছোঁয়া দাম। জানলে চোখ কপালে উঠতে পারে আপনার। কত দাম বলুন তো? ২০ কোটি টাকা। ভাবতে পারছেন?

দাদু হচ্ছেন সুনীল শেট্টি?
২০২৩ সালের জানুয়ারি মাসেই বিয়ে করেছেন বলিউডের সিনিয়র অভিনেতা সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টি এবং ভারতীয় ক্রিকেট তারকা কে এল রাহুল। তাঁদের নাকি প্রথম সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে। তেমনটাই খবর রয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে সুনীল বলেছেন, “পরেরবার এলে আমি ‘নানা’ হয়ে হাঁটব?” তা হলে সত্যিই কি আথিয়া সন্তানসম্ভবা? এই উত্তর যদিও মেলেনি আথিয়া কিংবা রাহুলের কাছ থেকে।

কেমন বর অনুপম?
কেমন বর অনুপম? ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে ঠিক এই প্রশ্নই গায়িকা প্রশ্মিতা পালককে করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। উত্তরে খানিক ভ্যাবাচ্যাকা খেয়ে প্রশ্মিতার উত্তর, “নেক্সট কোয়েশচয়েন প্লিজ?” কেন অনুপম-প্রসঙ্গ এড়িয়ে গেলেন তিনি? উঠছে প্রশ্ন।

মৃত্যু অভিনেতার
প্রয়াত তামিল অভিনেতা ড্যানিয়েল বালাজি। ২৯মার্চ, শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতার। চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। বয়স হয়েছিল ৪৮ বছর। দক্ষিণে পরিচিত মুখ ছিলেন বালাজি। তার মৃত্যুতে শোকের ছায়া।

রাজনীতিতে দুই বোন?
লোকসভা ভোটের আগে একের পর এক তারকা যোগ দিচ্ছেন রাজনীতিতে। টলিউড তো বটেই, বলিউডেও ব্যতিক্রম নয়। ২৮ মার্চ, বৃহস্পতিবারই মহারাষ্ট্রের শিন্ডেসেনা দলে যোগ দিয়েছেন গোবিন্দ। শিন্ডেসেনা সূত্রের খবর, লোকসভা ভোটে মুম্বই উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে তাঁকে। এবার খবর, রাজনীতিতে আসতে পারেন করিশ্মা ও করিনা কাপুর। শোনা যাচ্ছে, শিবসেনায় যোগ দিতে পারেন কাপুর-সিসটার্স।

কে গার্গী?
অভিনেত্রী অপরাজিতা আঢ্যর সন্তানকে চেনেন? তিনি গার্গী রায়। এই সন্তানকে জন্ম দেননি অভিনেত্রী। কিন্তু ২০ বছর থেকে ৩৬ বছরের গার্গী থেকেন অপরাজিতার বাড়িতেই। বলেছেন, “আমার নিজের বাবা-মা আছেন। কিন্তু আমি অপরাজিতা আঢ্যকেই মা হিসেবে মানি। এটা ঈশ্বরের ইচ্ছা ছিল। তাঁকে আমি নিজে ফোন নম্বর জোগাড় করে বলেছিলেন, ‘তোমাকে মা বলে ডাকব’। সেই থেকে আমি তাঁর মেয়ে।”