ফুটে আলু বেচছেন কুমারটুলির প্রতিমা শিল্পী

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jul 27, 2021 | 7:33 PM

শোভাবাজার রাজবাড়িতে দুপুর থেকে সেই ক'টা প্রতিমায় হাত দিয়েছেন।

আগে প্রায় কুড়িটার মতো দুর্গা হতো। ২০১৯, ২০২০তে সাত-আটটায় ঠেকল। এই ২১-এ মাত্র ৪টে। তা-ও ছোট-ছোট। শোভাবাজার রাজবাড়িতে দুপুর থেকে সেই ক’টা প্রতিমায় হাত দিয়েছেন। করুণ হাসি হেসে প্রতিমাশিল্পী বলেন , “আমার মতো অনেকের অবস্থাই খারাপ। তারা চক্ষুলজ্জার ভয়ে চুপ করে আছে। আমি লজ্জা শরম বিসর্জন দিয়েছি।” তারপর উঠে দাঁড়ান। পা ফোলা-ফোলা। “বেশিক্ষণ একটানা বসলে কষ্ট হয়,” উত্তর দেন। চশমার কাঁচ কিছুটা ঝাপসা কি? মনে পড়ে গেল, প্রতিমা গড়তে তো ঠায় দাড়িয়েই থাকতে হয়।

Published on: Jul 27, 2021 07:31 PM