Amit Shah: বিজেপি ক্ষমতায় এলে অগ্নিকাণ্ডে দোষীদের জেলে ভরবে: শাহ
Anandapur Fair: সুর চড়ালেন আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে। অমিত শাহের সাফ কথা, ওই আগুন দুর্নীতির আগুন। আক্রমণের ধার আরও বাড়িয়ে বলেন, “এটা কোনও দুর্ঘটনা নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতির ফসল। ২৫ জনের মৃত্য়ু হয়েছে। মোমো ফ্যাক্টরির মালিক কার সঙ্গে বিদেশ সফরে গিয়েছিলেন? এখনও কেন মোমো ফ্যাক্টরির মালিককে গ্রেফতার করা হয়নি?”
ফের বাংলায় এলেন মোদী ব্রিগেডের সেকেন্ড ইন কমান্ড। ব্যারাকপুরের সভা থেকে ফের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলের তুলোধনা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে সুর চড়ালেন আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে। অমিত শাহের সাফ কথা, ওই আগুন দুর্নীতির আগুন। আক্রমণের ধার আরও বাড়িয়ে বলেন, “এটা কোনও দুর্ঘটনা নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতির ফসল। ২৫ জনের মৃত্য়ু হয়েছে। মোমো ফ্যাক্টরির মালিক কার সঙ্গে বিদেশ সফরে গিয়েছিলেন? এখনও কেন মোমো ফ্যাক্টরির মালিককে গ্রেফতার করা হয়নি?” অন্যদিকে ফের সুর চড়িয়েছেন অনুপ্রবেশ ইস্যুতে। শাহের সাফ কথা, “ভোট ব্যাঙ্কের তোষণের জন্য অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার।”
