PIB India: ভোট না দিলে কাটা যাবে ৩৫০ টাকা?

| Edited By: Tapasi Dutta

Sep 24, 2023 | 6:08 PM

নির্বাচন গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব। গণতন্ত্রের সবচেয়ে বড় অধিকার ভোট দেবার অধিকার। প্রতিটি সাধারণ মানুষ এই অধিকার পালন করেন। কিন্তু কেউ যদি ভোট না দিতে চান? তাহলে নাকি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে ৩৫০ টাকা? যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তাঁরা ফোন রিচার্জ করতে গেলে তখন টাকা কাটা হবে।

নির্বাচন গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব। গণতন্ত্রের সবচেয়ে বড় অধিকার ভোট দেবার অধিকার। প্রতিটি সাধারণ মানুষ এই অধিকার পালন করেন। কিন্তু কেউ যদি ভোট না দিতে চান? তাহলে নাকি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে ৩৫০ টাকা? যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তাঁরা ফোন রিচার্জ করতে গেলে তখন টাকা কাটা হবে। কাটা হবে ফোনে সংযুক্ত আধার নম্বরের যোগ থেকে। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল এমনই এক খবর।

হোয়াটসঅ্যাপেও ছড়াচ্ছে এই খবর। বিষয়টি কি সত্য? আগামী বছর ২০২৪এ লোকসভা নির্বাচন। ওই পোস্টে বলা হচ্ছে নির্বাচন কমিশন নাকি আদালত থেকে অগ্রিম এই অনুমতি নিয়েছে। এই পোস্ট সম্পর্কে পিআইবি বা প্রেস ইনফরমেশন ব্যুরো বলছে এই পোস্ট ভুয়ো। এরকম কোনও সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। পিআইবি তাদের এক্স হ্যান্ডেলে বলছে এই খবর সম্পূর্ণ অসত্য এবং ভুয়ো। পিআইবির এক্স হ্যান্ডেল পিআইবি ফ্যাক্ট চেকে এই ধরনের ভুয়ো খবরের সত্যতা যাচাই করা হয়। নির্বাচন কমিশন বলছে ভোটদান নাগরিকদের জরুরি কাজ। তবে কাউকে চাপ দিয়ে ভোটদানে বাধ্য করা যাবে না।