Raidighi News: খালি হচ্ছে সুন্দরবন!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Sep 22, 2023 | 6:51 PM

রায়দিঘির নগেন্দ্রপুর এলাকায় বেআইনিভাবে ম্যানগ্রোভ কাটার খবর সম্প্রচারের পর নড়েচড়ে বসলো বনদপ্তর। বেআইনি স্বমিলের বিরুদ্ধে অভিযান শুরু করল দক্ষিণ ২৪ পরগনা জেলা বনদপ্তর। বনদপ্তর সূত্রের খবর, সুন্দরবনের ম্যানগ্রোভ বেআইনিভাবে কেটে মোটা টাকার বিনিময়ে কাঠ পাচারকারীদের হাত ঘুরে এসে পৌঁছাতো সুন্দরবন লাগোয়া কাঠের মিলগুলোতে

টিভি নাইন বাংলার খবরের জের। রায়দিঘির নগেন্দ্রপুর এলাকায় বেআইনিভাবে ম্যানগ্রোভ কাটার খবর সম্প্রচারের পর নড়েচড়ে বসলো বনদপ্তর। বেআইনি স্বমিলের বিরুদ্ধে অভিযান শুরু করল দক্ষিণ ২৪ পরগনা জেলা বনদপ্তর। বনদপ্তর সূত্রের খবর, সুন্দরবনের ম্যানগ্রোভ বেআইনিভাবে কেটে মোটা টাকার বিনিময়ে কাঠ পাচারকারীদের হাত ঘুরে এসে পৌঁছাতো সুন্দরবন লাগোয়া কাঠের মিলগুলোতে। যেখানে সেই কাঠ গোপনে চেড়াই করার পর খোলা বাজারে চলে যেত।

আজ বেলায় আচমকা পাথরপ্রতিমার বেশ কয়েকটি স্বমিলে অভিযান চালিয়ে প্রচুর কাঠ উদ্ধার করেছে বনদপ্তর। যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। বনদপ্তর সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকায় ১১৬টি কাঠের মিল রয়েছে। গত কয়েকদিন ধরে কুলপি, কাকদ্বীপ, পাথরপ্রতিমা ও বিভিন্ন এলাকায় প্রায় ১৪টি স্বমিলে অভিযান চালায় বনদপ্তর। প্রতিটি স্বমিলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে চলেছে বনদপ্তর।