Partha Chatterjee: গণতন্ত্রে গণদেবতার কাছেই তো বিচার চাইব: পার্থ চট্টোপাধ্য়ায় VIDEO

Nov 12, 2025 | 2:32 PM

Partha Chatterjee: রাস্তায় ভেঙে পড়ল ভিড়। কেউ উলুধ্বনি, কেউ শাঁখ বাজালেন, ঘরের দোরগোড়ায় হল আরতিও! কেউবার পোস্টার হাতে তাঁদের এত বারের বিধায়ককে স্বাগত জানালেন। সৌজন্যে সেই নাকতলাবাসী। পার্থ বাড়ি ফিরেও বললেন, ‘হ্যাঁ আমি দায়বদ্ধ’! দায়বদ্ধ তিনি গোটা নাকতলাবাসীর কাছে।

কলকাতা:  তিন বছর আগে ২২ জুলাইয়ের মধ্যরাত! এক লহমায় থমকে গিয়েছিল নাকতলা! তাঁদের পাঁচ বারের বিধায়কের বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ! যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল তাঁর সঙ্গী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে, তা এর আগে কখনও দেখেনি শহরবাসী। তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। পার্থ চট্টোপাধ্যায়কে যখন বাড়ি থেকে তদন্তকারীরা নিয়ে গিয়েছিলেন, তখন বাড়ির দরজা, গলির মুখে অত্যুৎসাহী মানুষের ভিড়! তবে মুখে কুলুপ। কাট টু ১১ নভেম্বর, ২০২৫! পার্থ ফিরলেন নিজের বাড়িতে। তিন বছরের কারাজীবনে জামিনে মুক্তি পেয়ে। আবারও রাস্তায় ভেঙে পড়ল ভিড়। কেউ উলুধ্বনি, কেউ শাঁখ বাজালেন, ঘরের দোরগোড়ায় হল আরতিও! কেউবার পোস্টার হাতে তাঁদের এত বারের বিধায়ককে স্বাগত জানালেন। সৌজন্যে সেই নাকতলাবাসী। পার্থ বাড়ি ফিরেও বললেন, ‘হ্যাঁ আমি দায়বদ্ধ’! দায়বদ্ধ তিনি গোটা নাকতলাবাসীর কাছে।