Durgapur News: মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও বেআইনি ভাবে টোলট্যাক্স আদায় দুর্গাপুরে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ নগর নিগমের

TV9 Bangla Digital | Edited By: আসাদ মল্লিক

Jul 02, 2023 | 1:28 PM

Durgaur News: দুর্গাপুরে লেনিন সরনিতে অবৈধভাবে টোল আদায়ের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো শনিবার দুপুরে। দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় জানান অভিযোগ পেয়েছেন , অবিলম্বে টোল আদায় বন্ধ করা এবং বেআইনি কাজের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছেন তিনি।

দুর্গাপুরে লেনিন সরনিতে অবৈধভাবে টোল আদায়ের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো শনিবার দুপুরে। দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় জানান অভিযোগ পেয়েছেন , অবিলম্বে টোল আদায় বন্ধ করা এবং বেআইনি কাজের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছেন তিনি। প্রসঙ্গত দুর্গাপুরে লেনিন সরণিতে যে সংস্থাকে নগর নিগমের তরফ থেকে টোল আদায়ের বরাত দেওয়া হয়েছিল তার সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। টেন্ডারের মাধ্যমে নতুন একটি সংস্থা টোল আদায়ের বরাত পেয়েছে। কিন্তু এখনও নগর নিগমের ছাড়পত্র না মেলায় টোলট্যাক্স আদায় শুরু করেনি। কিন্তু পূর্বের বরাত পাওয়া সংস্থা টোল আদায়ের বরাতের টাকা এখনও জমা দেয়নি নগর নিগমে। বকেয়া টাকা দেওয়ায় জন্য তাদের অতিরিক্ত এক মাস সময় দেওয়া হয়েছিল। কিন্তু এই সময়ের মধ্যে বকেয়া সমস্ত টাকা মেটায়নি তারা।
দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন জানান ৩০ জুন অতিরিক্ত সময়সীমার মেয়াদও শেষ হয়ে গেছে। যদিও এই সংস্থা কিছু টাকা এখনও বাকি রেখেছে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরেও শনিবার কিভাবে টোলট্যাক্স আদায় করছে ওই সংস্থা সেই নিয়ে উঠেছে প্রশ্ন। দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ আধিকারিকদেরকে দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই টোলট্যাক্স আদাই সম্পূর্ণ বেআইনি । যতদিন না নতুন ভাবে টোল আদায়ের ছাড়পত্র দেওয়া হবে ততদিন কোন সংস্থাই টোল আদায়ের করতে পারবে না। শনিবার বেআইনি ভাবে টোলট্যাক্স আদায়ের সময় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দেখে টোলট্যাক্স আদায় বন্ধ করে সংস্থার কর্মীরা।