Sealdah Metro: বাস, অটোর ঝক্কি এড়িয়ে এবার মাত্র ২০ টাকাতেই পৌঁছে যাবেন শিলায়দহ থেকে সেক্টর ফাইভ
যাত্রাপথের দৈর্ঘ্য ৯ কিলোমিটার। ন্যূনতম ভাড়া ১০ টাকা। মাঝে থাকছে ৬টি স্টেশন, ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী।
কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে ১১ জুলাই শুরু হতে চলেছে শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রোর যাত্রা। যদিও সাধারণ মানুষ এই পরিষেবা পাবেন ১৪ জুলাই থেকে। এতদিন শিলায়দহ থেকে বাস, অটোর ঝক্কি সামলে সেক্টর ফাইভ পৌঁছাতেন নিত্যযাত্রীরা। সেই দিন এবার অতীত। এবার থেকে শিলায়দহে লোকাল ট্রেন থেকে নেমে বাতানুকূল মেট্রোতে চেপে খুব সহজে পৌঁচে যাবেন সল্টলেক সেক্টর ফাইভ।
এতদিন ইস্ট-ওয়েস্ট মেট্রো পথে ফুলবাগান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলত। এবার যাত্রাপথের নতুন সংযোজন শিলায়দহ। যাত্রাপথের দৈর্ঘ্য ৯ কিলোমিটার। ন্যূনতম ভাড়া ১০ টাকা। মাঝে থাকছে ৬টি স্টেশন, ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী।
এই মেট্রো পরিষেবা শুরু হলে রাজ্যের তথ্যপ্রযুক্তির প্রাণকেন্দ্র সেক্টর ফাইভে কর্মরতদের নিত্য হয়রানি যেমন অনেকটা মিটবে, তেমনই শহরে যানজটের ছবিটাও পাল্টাবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, শিয়ালদহ পর্যন্ত পরিষেবা চালু হলে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী সংখ্যা আগের তুলনায় কয়েক গুণ বাড়বে বলেই মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
নির্মীয়মাণ হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ১১ জুলাই ভার্চ্যুয়ালি শিলায়দহ মেট্রো স্টেশনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। মেট্রো রেলের এই নতুন যাত্রাপথ কলকাতার যানজট মানচিত্রের চেহারা অনেকটাই বদলে দেবে বলেই মনে করছেন মেট্রো রেল কর্তৃপক্ষ।