Modi Putin: ভারতকে বিমান বিক্রির প্রস্তাব রাশিয়ার, দাম কত জানেন?
রাশিয়ার কাছ থেকে বোমারু বিমান কেনার প্রস্তাব পেল ভারত। এই অফার গ্রহণ করবে কি না, সেটা এখনও অনিশ্চিত। তবে, প্রস্তাব আসাটাই ভারত-রাশিয়া সম্পর্কের গভীরতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সোমবার চিনের তিয়ানজিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একান্ত বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডিসেম্বরে দিল্লি সামিটে যোগ দিতেও আসবেন পুতিন। ক্রেমলিন সূত্রে তা নিশ্চিত […]
রাশিয়ার কাছ থেকে বোমারু বিমান কেনার প্রস্তাব পেল ভারত। এই অফার গ্রহণ করবে কি না, সেটা এখনও অনিশ্চিত। তবে, প্রস্তাব আসাটাই ভারত-রাশিয়া সম্পর্কের গভীরতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সোমবার চিনের তিয়ানজিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একান্ত বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডিসেম্বরে দিল্লি সামিটে যোগ দিতেও আসবেন পুতিন। ক্রেমলিন সূত্রে তা নিশ্চিত করা হয়েছে। যদিও ইউক্রেন যুদ্ধের কারণে পুতিনের নামে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে, তবু ভারত এই আদালতের সদস্য নয়। ফলে, দিল্লি আসতে তাঁর কোনও বাধা নেই।
প্রস্তাবটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ রাশিয়া এই প্রথমবার কোনও দেশের কাছে তাদের হেভি বোমার বিমান বিক্রি বা লিজে দেওয়ার কথা বলছে। রুশ Tu-160M ‘হোয়াইট সোয়ান’ বোমারু বিমান বিশ্বের অন্যতম শক্তিশালী। আমেরিকার বি-২ বোমারের মতোই এটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম, হেভি পে-লোড নিয়ে উড়তে পারে। শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে উড়তে সক্ষম এই বিমান রাডারে ধরা পড়লেও লক্ষ্যভেদ করা কঠিন। অন্যদিকে, মার্কিন বি-২ ‘স্পিরিট’ বোমার রাডারে ধরা পড়ে না, নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে পারে, তবে অত্যন্ত ব্যয়বহুল।
বিশ্ববাজারে অস্ত্র বিক্রি করলেও এতদিন আমেরিকা ও রাশিয়া কেউই বোমার বিমান বিক্রি করেনি। এবার সেই নিয়ম ভাঙতে রাজি রাশিয়া। ভারত চাইলে নতুন বিমান কিনতে পারে, পুরনো বিমান লিজে নিতে পারে। প্রয়োজনে সব আপগ্রেডও করে দেবে মস্কো। এমনকি, যাতে ভারতীয় সেনা যেকোনও ধরনের মিসাইল ব্যবহার করতে পারে, তার জন্য প্রযুক্তি হস্তান্তরেও রাজি রাশিয়া।
বিশেষজ্ঞদের মতে, এই অফারের মধ্যে আমেরিকার উদ্দেশে বার্তাও স্পষ্ট। পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্ব, চিনের সঙ্গে টানাপোড়েন, এই প্রেক্ষাপট মাথায় রেখেই দিল্লিকে প্রস্তাব দিয়েছে মস্কো। তবে দামই এখন সবচেয়ে বড় বাধা। একটি পূর্ণাঙ্গ Tu-160M বোমার বিমানের দাম প্রায় আড়াই হাজার কোটি টাকা। ভারতের প্রতিরক্ষা নীতিতে বর্তমানে এক জায়গায় বিপুল খরচ না করে বিভিন্ন খাতে ব্যয় ছড়িয়ে দেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে।
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

