India Crossed China: চিনকে টপকে ‘এগিয়ে ভারত’
Economy: ২০২৩ এ মাত্র ৭% বিনিয়োগকারী রাশিয়ায় বিনিয়োগ করছেন। ইনভেসকো গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট করেছে এই সমীক্ষা।
চিনকে পিছনে ফেলে বড় বাজার এখন ভারত। বিশ্বের বিনিয়োগকারীদের প্রথম পছন্দ এখন ভারত। একটি সমীক্ষা রিপোর্টে এসেছে এই তথ্য। ১৪২টি বিনিয়োগ সংস্থা ও ৫৭টি কেন্দ্রীয় ব্যাঙ্কের তথ্য দিয়ে তৈরি এই রিপোর্ট। ২০২৩ এ কেন ভারত পছন্দের বিনিয়োগের দেশ। ভারতের ক্রমবর্ধমান জনসংখ্যা ও সার্বভৌমত্ব ২টি মুল কারণ। ২০২২ এ ৬৬% বিনিয়োগকারীর পছন্দ ছিল ভারত। ২০২২ এ ৭১% বিনিয়োগকারীর পছন্দ ছিল চিন। ২০২৩ এ ৭৬% বিনিয়োগকারীর পছন্দ ভারত। ২০২৩ এ ৫১% বিনিয়োগকারীর পছন্দ চিন। ইন্দোনেশিয়া ছিল ২০২২এ বিনিয়োগকারীর পছন্দ বিনিয়োগকারীর পছন্দ। ২০২৩ এ ৪৪% বিনিয়োগকারীর পছন্দ ইন্দোনেশিয়া। ২০২২ এ ২৯% বিদেশী বিনিয়োগকারীর পছন্দ ছিল রাশিয়া। ২০২৩ এ মাত্র ৭% বিনিয়োগকারী রাশিয়ায় বিনিয়োগ করছেন। ইনভেসকো গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট করেছে এই সমীক্ষা।