China সীমান্তে কাজ শুরু করল Division 72, কী বিশেষত্ব তাদের?

Nov 21, 2025 | 11:58 AM

Indian Army, Line Of Actual Control: আপাতত শুধুমাত্র পূর্ব লাদাখে কাজ শুরু করলেও আগামীতে সম্পূর্ণ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে তারা। কিন্তু চিন সীমান্তে হঠাৎ নতুন বাহিনী কেন?

ভারত-চিন সীমান্ত অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসিতে প্রস্তুত হচ্ছে ভারতীয় সেনা। শীত পড়ার ঠিক আগেই সেখানে নতুন বাহিনী মোতায়েন করল সেনাবাহিনী। তাদের পোশাকি নাম ডিভিশন সেভেনট্টি টু। ভারতীয় সেনার ১৪ নম্বর কোরের একটি অংশ হিসাবে কাজ শুরু করছে এই ডিভিশন সেভেনট্টি টু।

আপাতত শুধুমাত্র পূর্ব লাদাখে কাজ শুরু করলেও আগামীতে সম্পূর্ণ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে তারা। কিন্তু চিন সীমান্তে হঠাৎ নতুন বাহিনী কেন?

ভারতীয় সেনার হাই অ্যালার্ট জোনগুলোর মধ্যে অন্যতম লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আর এবার সেই জায়গার জন্য স্পেশাল একটা বাহিনী তৈরি করে ফেলল ভারতীয় সেনা।