SIR: ভারতীয় দম্পতিকে মা-বাবা পরিচয় বাংলাদেশির, প্রশাসনের দ্বারস্থ ৯২ বছরের বৃদ্ধা

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 28, 2025 | 8:27 PM

SIR In WB: ২০০২ ভোটার তালিকায় নাম না থাকায় SIR ফর্মে সুবোধ মা হিসেবে দেখিয়েছেন ৯২ বছরের বৃদ্ধা জগৎ তারাকে। আর বাবা হিসেবে নাম রয়েছে প্রয়াত রাজেন্দ্রনাথ বিশবাসের। আর সুবোধের ছেলে তাপস ঠাকুমা হিসেবে জগৎতারার নাম এবং এপিক নাম্বার ব্যবহার করেছেন।

শিলিগুড়ি: দুই ভারতীয় নাগরিকের ভোটার কার্ড ব্যবহার করে বাবা-মা সাজিয়ে নাম তুলেছেন বাংলাদেশী নাগরিক। অভিযুক্তের ছেলেও ঠাকুমা হিসেবে ভারতীয় ওই মহিলাকে দেখিয়েই এবার SIR ফর্ম ভরেছেন। গোটা ঘটনা জেনে প্রশাসনের দ্বারস্থ ভারতীয় নাগরিক ৯২ বছরের বৃদ্ধা। শিলিগুড়ির কাওয়াখালি এলাকায় বসবাস করেন সুবোধ বিশবাস এবং তার ছেলে তাপস বিশবাস। ২০০২ ভোটার তালিকায় নাম না থাকায় SIR ফর্মে সুবোধ মা হিসেবে দেখিয়েছেন ৯২ বছরের বৃদ্ধা জগৎ তারাকে। আর বাবা হিসেবে নাম রয়েছে প্রয়াত রাজেন্দ্রনাথ বিশবাসের। আর সুবোধের ছেলে তাপস ঠাকুমা হিসেবে জগৎতারার নাম এবং এপিক নাম্বার ব্যবহার করেছেন। যদিও শান্তি পাড়ার বাসিন্দা ওই বৃদ্ধা জগৎতারার দাবি , আমার দুই ছেলে। কে সুবোধ এবং কে তাপস আমি চিনিই না।