Loading video

Indian Stock Market: কয়েক দিনেই এসেছে লক্ষ-লক্ষ, কোটি-কোটি টাকা! মালামাল করেছে ভারতের শেয়ার বাজার!

Mar 25, 2025 | 12:22 PM

Indian Market: মার্চ মাসেই শুধুমাত্র ৭.৬ শতাংশ বেড়েছে সেনসেক্স। ভারতের বাজারের এই বৃদ্ধির পিছনে একটা বড় কারণ অবশ্যই হল ইউএস ডলারের তুলনায় ক্রমশ শক্তিশালী হচ্ছে ভারতীয় মুদ্রা।

সেপ্টেম্বরের রেকর্ড হাই ছোঁয়ার পর হুড়মুড়িয়ে পড়েছিল ভারতের বাজার। একসঙ্গে পড়েছিল সমস্ত সূচকই। আর তারপর মার্চ মাসেই শুধুমাত্র ৭.৬ শতাংশ বেড়েছে সেনসেক্স। ভারতের বাজারের এই বৃদ্ধির পিছনে একটা বড় কারণ অবশ্যই হল ইউএস ডলারের তুলনায় ক্রমশ শক্তিশালী হচ্ছে ভারতীয় মুদ্রা। এ ছাড়াও ট্রাম্পের ট্যারিফ যুদ্ধের মধ্যেও কমেছে বিদেশি বিনিয়োগকারীদের ইক্যুইটি বিক্রি। ফলে সেদিকেও আশার আলো দেখছে ভারতের বাজার। বোম্বে স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে, মার্চের ২৪ তারিখ পর্যন্ত বিনিয়োগকারীদের সম্পদ বৃদ্ধি হয়েছে ৩৫ লক্ষ কোটি টাকার বেশি।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Published on: Mar 25, 2025 12:21 PM