Loading video

Stock Market: ভারতে বাজার ঊর্ধ্বমূখী, কিছুটা হলেও নেমেছে চিন, জাপানের বাজার!

Mar 20, 2025 | 8:37 PM

China-Japan: ভারতের বাজার পরপর ৩ দিন উঠলেও আজ কিছুটা পড়েছে জাপানের সূচক নিক্কেই। ৫৫১ পয়েন্ট পড়েছে চিনা সূচক হ্যাংসেং।

আজও বেশ খানিকটা বাড়ল ভারতের দুই বেঞ্চমার্ক সূচক। আজ ২৩,০০০ পার করে ফেলেছে নিফটি। অন্যদিকে, ৭৬,০০০ পেরিয়েছে আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স।

আজ বেড়েছে নিফটি ব্যাঙ্ক, নিফটি আইটির মতো সূচকও। আজ বেড়েছে এস অ্যান্ড পি বিএসই স্মলক্যাপ সূচক। ৩৫৫ পয়েন্ট বেড়েছে নিফটি নেক্সট ৫০। ৩৬৬ পয়েন্ট বেড়েছে বিএসই ব্যাঙ্কেক্সও।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।