Loading video

Ultra Fast Charging নিয়ে চিনা সংস্থাকে কড়া টক্কর ভারতীয় Startup-এর

Mar 21, 2025 | 12:29 PM

Ultra Fast Charging: বেঙ্গালুরু ভিত্তিক একটি টেক স্টার্টআপ 'এক্সপোনেন্ট এনার্জি' নয়া এক প্রযুক্তির কথা জানিয়েছে। যে প্রযুক্তি নাকি মাত্র ১৫ মিনিটে কোনও ইলেকট্রিক গাড়িকে সম্পূর্ণ চার্জ করতে সক্ষম।

চিনা সংস্থা বিওয়াইডি নতুন প্রযুক্তি আবিষ্কারের কথা ঘোষণা করেছে কয়েক দিন আগেই। নয়া এই প্রযুক্তিতে মাত্র ৫ মিনিটের চার্জেই গাড়ি ৪০০ কিলোমিটার চলার উপযুক্ত হয়ে যাবে। এবার বেঙ্গালুরু ভিত্তিক একটি টেক স্টার্টআপ ‘এক্সপোনেন্ট এনার্জি’ নয়া এক প্রযুক্তির কথা জানিয়েছে। যে প্রযুক্তি নাকি মাত্র ১৫ মিনিটে কোনও ইলেকট্রিক গাড়িকে সম্পূর্ণ চার্জ করতে সক্ষম। জানা গিয়েছে, সংস্থাটি বিশ্বের প্রথম ১৫০০ কিলোওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি চালু করতে চলেছে।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।