Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Stock Market: করোনার পর বিনিয়োগ শুরু, বাজার পড়ায় আতঙ্কে দেশের তরুণ প্রজন্ম?

Indian Stock Market: করোনার পর বিনিয়োগ শুরু, বাজার পড়ায় আতঙ্কে দেশের তরুণ প্রজন্ম?

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Feb 27, 2025 | 10:34 PM

Stock Market Crash: বাজার বিশেষজ্ঞরা দাবি করছেন, তরুণ প্রজন্মের অনেকেই করোনার পর বিনিয়োগ শুরু করেছেন। তাঁরা টানা সূচককে পড়তে দেখে আতঙ্কেই হয়তো বিনিয়োগ বন্ধ করে বাজার থেকে সব টাকা তুলে নিচ্ছেন।

অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস অফ ইন্ডিয়া বা AMFI বলছে শুধুমাত্র জানুয়ারি মাসে ভারতে নতুন ৫৬ লক্ষ ১৯ হাজার এসআইপি চালু হয়েছে। অন্যদিকে, বন্ধ হয়েছে প্রায় ৬১ লক্ষ ৩৩ হাজার এসআইপি। আর এর পরই এক্স মাধ্যমে কংগ্রেস লিখছে, সরকারের নীতিতে আস্থা নেই সাধারণ মানুষের, তাঁরা বাজার নিয়ে আতঙ্কিত।

বাজার বিশেষজ্ঞরা অবশ্য দাবি করছেন, তরুণ প্রজন্মের অনেকেই করোনা মহামারির পর বিনিয়োগ শুরু করেছেন। ফলে, তাঁরা বাজারের এত বড় কারেকশন এর আগে কখনও দেখেননি। আর এখন এইভাবে টানা সূচককে পড়তে দেখে আতঙ্কেই হয়তো বিনিয়োগ বন্ধ করে বাজার থেকে সব টাকা তুলে নিচ্ছেন।

কোনও রকম বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।