Stock Market: এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?

Apr 18, 2025 | 9:38 PM

Share Market: ১৭ এপ্রিল বেড়েছে ভারতের বেশিরভাগ সূচকই। ১,১৭২ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্ক। ১,৫৫৭ পয়েন্ট বেড়েছে বিএসই ব্যাঙ্কেক্স। ৩৮১ পয়েন্ট বেড়েছে নিফটি ১০০।

১৭ এপ্রিল বেড়েছে দেশের ২ বেঞ্চমার্ক সূচকই। ৪১৪ পয়েন্ট বেড়েছে নিফটি ৫০। অন্যদিকে সেনসেক্স বাড়ল ১,৫০৮ পয়েন্ট।

এ দিন মোটামুটি বেড়েছে ভারতের বেশিরভাগ সূচকই। ১,১৭২ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্ক। ১,৫৫৭ পয়েন্ট বেড়েছে বিএসই ব্যাঙ্কেক্স। ৩৮১ পয়েন্ট বেড়েছে নিফটি ১০০। বিএসই স্মলক্যাপ সূচক বেড়েছে ২৪৮ পয়েন্ট।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।