Insurance: আবারও কমবে আপনার ইন্সিওরেন্সের প্রিমিয়াম?

Dec 19, 2025 | 4:31 PM

Insurance Regulatory and Development Authority: আগামী ১৮ ডিসেম্বর IRDAI-এর কাছে এই নতুন ডেফার্ড কমিশন কাঠামোর প্রস্তাব জমা পড়তে চলেছে। এই পরিবর্তন এজেন্টদের আয়ে সরাসরি প্রভাব ফেলবে, অন্যদিকে গ্রাহকদের জন্যও কমতে পারে প্রিমিয়ামের খরচ।

বদলাতে চলেছে বিমা ক্ষেত্রের কমিশন কাঠামো। বর্তমান নিয়মে, যে কোনও ২০ বছরের টার্ম লাইফ পলিসিতে প্রথম বছরেই ৪০ শতাংশ পর্যন্ত কমিশন দেওয়া হয়। কিন্তু নতুন যে কমিশন কাঠামোর প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে প্রথম বছরের কমিশন কমিয়ে ৮ শতাংশ করা হবে। এটি মোট কমিশনের ৫ বছরের ভাগ। এই ৮ শতাংশ কমিশনও দেওয়া হবে কেবল পলিসি রিনিউ হলেই। নাহলে কিন্তু এজেন্টরা কোনও কমিশন পাবে না। আগামী ১৮ ডিসেম্বর IRDAI-এর কাছে এই নতুন ডেফার্ড কমিশন কাঠামোর প্রস্তাব জমা পড়তে চলেছে। এই পরিবর্তন এজেন্টদের আয়ে সরাসরি প্রভাব ফেলবে, অন্যদিকে গ্রাহকদের জন্যও কমতে পারে প্রিমিয়ামের খরচ।

Published on: Dec 19, 2025 04:31 PM