Cameron Air Park: এ গ্রামে সবারই নিজস্ব প্লেন!
ক্যালিফোর্নিয়ার ক্যামেরন এয়ার পার্কের রাস্তাঘাট বেশ চওড়া। আসলে এগুলি রানওয়ে, রাস্তা নয়। এই রাস্তা দিয়ে এই গ্রামের বাসিন্দারা নিজেদের এয়ারক্র্যাফট রানওয়ের কাছে নিয়ে যান। এখানে সবার বাড়ি লাগোয়া এক বা একাধিক বিমান রাখার হ্যাঙ্গার। প্রত্যেকের বাড়িতেই ব্যক্তিগত বিমান। গ্রামের অধিকাংশ মানুষই পাইলট।
ক্যালিফোর্নিয়ার ক্যামেরন এয়ার পার্কের রাস্তাঘাট বেশ চওড়া। আসলে এগুলি রানওয়ে, রাস্তা নয়। এই রাস্তা দিয়ে এই গ্রামের বাসিন্দারা নিজেদের এয়ারক্র্যাফট রানওয়ের কাছে নিয়ে যান। এখানে সবার বাড়ি লাগোয়া এক বা একাধিক বিমান রাখার হ্যাঙ্গার। প্রত্যেকের বাড়িতেই ব্যক্তিগত বিমান। গ্রামের অধিকাংশ মানুষই পাইলট। দৈনন্দিন কাজে তাঁরা ব্যবহার করেন এই সব বিমান। প্রতি শনিবার এয়ার শো হয় একসঙ্গে গ্রামবাসীরা বিমান নিয়ে ওড়েন। ক্যামেরন এয়ার পার্ক এস্টেটের রাস্তার নামেও উড়ান প্রীতির ছাপ। কোনও রাস্তার নাম্ব বোয়িং রোড তো কোনও রাস্তার নাম অ্যারোনিকা ওয়ে। বিমান চলাচলের সুবিধার জন্য এখানকার রাস্তার বোর্ড ও লেটারবক্স কম উচ্চতায়। গ্রামের ডাক্তার, আইনজীবী এবং অন্য পেশার মানুষজনও বৈমানিক। বহু পর্যটক অদ্ভুত এই গ্রাম দেখতে ভিড় জমান।