IPL 2025, Bhuvneshwar Kumar: গতি নেই , সুইংয়ে মতি তাঁর! বিশ্বাসে যেমন মেলায় বস্তু, সুইংয়ে তেমন উইকেট
Bhuvneshwar Kumar: গত তিন বছরে খুব যে খারাপ পারফর্ম করেছেন, তা নয়। অধিনায়কত্বও করেছেন হায়দরাবাদে। তবু সেরা ছন্দে দেখা যায়নি। আরসিবির সংসারে পুরনো ঝলকটা দেখিয়ে যেতে চান ভুবি। হারিয়ে যেতে যেতে ফিরে আসার নতুন গল্প লিখে যাবেন হয়তো!
তীব্র গতির হদিশ থাকে? নাহ ভাই, এত ঝড়ঝাপটার গল্পে নেই! ভাবনা, ভরসায় শুধু ছোবল আর ছোবল! ক্রিকেট এক অন্য ধারার খেলা। যে যত বেশি জানে, তত খোলে খেলা। গতি নেই যাঁর, সুইংয়ে মতি তাঁর। বিশ্বাসে যেমন মেলায় বস্তু, সুইংয়ে তেমন উইকেট! নতুন বল যখন হাতে, খাপ খোলে না প্রতিপক্ষ। ইন-আউট, ইন-আউট করতে উইকেট! স্লগেও কথা বলে পুরনো বল। কীভাবে পারেন এত কিছু? ওই যে বললাম, ক্রিকেটটা বোঝেন জলের মতো। সিক্স প্যাক লাগে না এ সবে। ফ্যামিলি প্যাক নিয়ে খেলতে পারেন মাইন্ড গেম।
গত তিন বছরে খুব যে খারাপ পারফর্ম করেছেন, তা নয়। অধিনায়কত্বও করেছেন হায়দরাবাদে। তবু সেরা ছন্দে দেখা যায়নি। আরসিবির সংসারে পুরনো ঝলকটা দেখিয়ে যেতে চান ভুবি। হারিয়ে যেতে যেতে ফিরে আসার নতুন গল্প লিখে যাবেন হয়তো!
Published on: Mar 28, 2025 03:24 PM