Loading video

IPL শুধু ক্রিকেট নয় শেয়ারেরও খেলা, চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে এই শেয়ারগুলোর!

Mar 21, 2025 | 12:48 PM

Indian Premier League: দেশের ১০-এর বেশি স্টেডিয়ামে হবে এবারের আইপিএলের ম্যাচ। ফলে সেই সব শহরে যাওয়া আসা করার জন্য বিমানের টিকিটের চাহিদা বাড়বে। আর এতে উপকৃত হবে ইন্ডিগোই।

আইপিএলের দলগুলো শেষ মূহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত এখন। আর আইপিএলের কারণে লাভবান হতে চলেছে বেশ কিছু সংস্থা। আর তার প্রভাবে বাড়তে পারে সেই সব সংস্থাগুলোর শেয়ারের দামও।

দেশের ১০-এর বেশি স্টেডিয়ামে হবে এবারের আইপিএলের ম্যাচ। ফলে সেই সব শহরে যাওয়া আসা করার জন্য বিমানের টিকিটের চাহিদা বাড়বে। আর এতে উপকৃত হবে ইন্ডিগোই। ভারতের খাদ্য সরবরাহকারী সংস্থাগুলোর মধ্যে অন্যতম হল জোম্যাটো ও স্যুইগি। আর আইপিএলের সময় বাড়িতে বা বন্ধুদের সঙ্গে খেলা দেখে। আর খেলা দেখতে দেখতে বিভিন্ন খাবার খাওয়ার বা কোল্ডড্রিংকস খাওয়ার প্রবণতা বেড়ে যায় মানুষের মধ্যে। আর এমতাবস্থায় সাধারণ মানুষের ‘ভরসার কাঁধ’ হয়ে ওঠে জোম্যাটো ও স্যুইগির মতো সংস্থাগুলোই।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।