IRCTC Income From Water: জল বেচে কত আয় রেলের জানেন?

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Jun 30, 2023 | 8:00 PM

ভারতীয় অর্থনীতির উপার্জনের একটা বড় অংশ আসে রেল থেকে। রেলের পরিষেবার একাধিক বিষয় দেখে আইআরসিটিসি। আইআরসিটিসি দেখে ক্যাটারিং, টিকিট, ট্যুরিজম সংক্রান্ত বিষয়গুলো। সম্প্রতি এই সংস্থা জানিয়েছে তাদের আয়ের উৎস। আইআরসিটিসি জানিয়েছে তাদের সবচেয়ে বেশি উপার্জন ক্যাটারিং থেকে।

ভারতীয় অর্থনীতির উপার্জনের একটা বড় অংশ আসে রেল থেকে। রেলের পরিষেবার একাধিক বিষয় দেখে আইআরসিটিসি। আইআরসিটিসি দেখে ক্যাটারিং, টিকিট, ট্যুরিজম সংক্রান্ত বিষয়গুলো। সম্প্রতি এই সংস্থা জানিয়েছে তাদের আয়ের উৎস। আইআরসিটিসি জানিয়েছে তাদের সবচেয়ে বেশি উপার্জন ক্যাটারিং থেকে। তারপর ইন্টারনেট টিকিটিং, ট্যুরিজম, রেল নীর এবং রাজ্য তীর্থ আইআরসিটিসির আয়ের উৎস। আইআরসিটিসির দেওয়া তথ্য অনুযায়ী ৪১.৫১% আয় হয়েছে ক্যাটারিং থেকে। ইন্টারনেট টিকিটিং থেকে আয় ৩৩.৬৯%। ট্যুরিজম থেকে আয় ১১.৫৯% । রেল নীর বিক্রি থেকে আয় ৮.৮৪% । রাজ্য তীর্থ থেকে আইআরসিটিসির আয় ৪.৩২% । ক্যাটারিং থেকে আইআরসিটিসি বছর প্রতি আয় করে ১,৪৭,৬৪৮.৬৬ লাখ টাকা। ইন্টারনেট টিকিট পরিষেবা থেকে প্রতি বছরে আয়ের অঙ্ক ১,১৯,৮০৩.৪২ লাখ টাকা। ট্যুরিজম থেকে বছর প্রতি আয়ের পরিমাণ ৪১,২২০.৫৯ লাখ টাকা। রেল নীর বিক্রি করে আইআরসিটিসি বছর প্রতি আয় করে ৩১,৪৫৬.৭৩ লাখ টাকা। আইআরসিটিসি আয়োজিত রাজ্য তীর্থের থেকে প্রত্যয়ী বছরে আয় হয় ১৫,৩৭৭.৮৩ লাখ টাকা।