OTP চাইছে BLO? ভোটারদের সাবধান করল Election Commission!

Nov 20, 2025 | 4:58 PM

Election Commission Of India: এনুমারেশন ফর্ম সঠিক ভাবে ফিলআপ হয়েছে কি না, তা নিয়ে আপনার মনে হয়তও সংশয় রয়েছে। তাই না? আর আপনার সেই দুশ্চিন্তাকেই কাজে লাগিয়েই এবার আপনার ঘরে সিঁদ কাটছে জালিয়াতরা।

গোটা দেশে দ্বিতীয় দফার এসআইআর চলছে। আর এরই মধ্যে নতুন এক জালিয়াতির খবরও সামনে এল। সাধারণ মানুষের ভয়-ভীতিকে কাজে লাগিয়ে নতুন এই জালিয়াতি চলছে। কেমন এই জালিয়াতি? কীভাবে সাধারণ মানুষ এই ধরনের জালিয়াতির শিকার হচ্ছেন? সেই বিষয়েই আজকের লেটস ডিসকাসে বলব আপনাদের। সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়।

আপনার বিএলও তো আপনাকে এনুমারেশন ফর্ম দিয়ে গিয়েছেন। অনেকের এনুমারেশন ফর্ম জমাও পড়ে গিয়েছে। কিন্তু সেই ফর্ম সঠিক ভাবে ফিলআপ হয়েছে কি না, তা নিয়ে আপনার মনে হয়তও সংশয় রয়েছে। তাই না? আর আপনার সেই দুশ্চিন্তাকেই কাজে লাগিয়েই এবার আপনার ঘরে সিঁদ কাটছে জালিয়াতরা।