Naushad Siddiqui: কাক কাকের মাংস খায় না, কিন্তু…: নওশাদ
তৃণমূল নেতা রাজ্জাক খাঁ-র হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর স্ত্রীর জন্য রাজ্য সরকারের তরফে গ্রুপ ডি-র চাকরির ঘোষণা করা হল। শনিবার নিহতের বাড়িতে গিয়ে এই আশ্বাস দেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ঘটনার পর শোকস্তব্ধ পরিবারকে সান্ত্বনা দিয়ে তিনি জানান, রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে। বৃহস্পতিবার রাতে দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার সময় চালতাবেড়িয়ায় […]
তৃণমূল নেতা রাজ্জাক খাঁ-র হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর স্ত্রীর জন্য রাজ্য সরকারের তরফে গ্রুপ ডি-র চাকরির ঘোষণা করা হল। শনিবার নিহতের বাড়িতে গিয়ে এই আশ্বাস দেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ঘটনার পর শোকস্তব্ধ পরিবারকে সান্ত্বনা দিয়ে তিনি জানান, রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে।
বৃহস্পতিবার রাতে দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার সময় চালতাবেড়িয়ায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন রাজ্জাক খাঁ। মৃত্যু নিশ্চিত করতে কোপ মারা হয় একাধিকবার।
আর এরপরই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এই খুনের ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় তুললেন।
নওশাদের বক্তব্য, “খুন করে নওশাদের পিছনে দাঁড়িয়ে রয়েছে মোফাজ্জেল।” এখানেই থামেননি তিনি। আরও বলেন, “কাক কাকের মাংস খায় না কিন্তু তৃণমূল তৃণমূলের নেতাকে মারে।” আর কী বললেন তিনি? দেখুন ভিডিয়ো
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

