ইন্সটাগ্রামে নাবালকরা খুব সাবধান! বিরাট ফাঁদ পেতে বসে আছে ISIS, কী জানেন?

|

Nov 19, 2025 | 8:12 PM

ISIS Trap: সোশ্যাল মিডিয়ায় মগজধোলাই করছিল আইসিস নেটওয়ার্ক। ছত্তীসগঢ় থেকে গ্রেফতার করা হল ২ জনকে। পুলিশের জালে ধরা পড়েছে দুই নাবালক। গোয়েন্দাদের অনুমান, নাবালক হওয়ায় আইন কঠোর প্রয়োগ করা হবে না, তা জেনেই নাবালকদের মাধ্যমে প্রচার করার পরিকল্পনা ছিল আইসিসের।  

সোশ্যাল মিডিয়ায় বড় ফাঁদ। এই ফাঁদে ভুল করে পা দিচ্ছে নাবালকরা। বিরাট ছক কষেছে আইসিস। দেশে ফের  হদিস মিলল আইসিস নেটওয়ার্কের। এবার ধরা পড়ল দুই নাবালক। এদের মাধ্যমেই দেশ বিরোধী চিন্তাধারা প্রচার ও জঙ্গি কাজ চালানোর চেষ্টা করা হচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় মগজধোলাই করছিল আইসিস নেটওয়ার্ক। ছত্তীসগঢ় থেকে গ্রেফতার করা হল ২ জনকে। পুলিশের জালে ধরা পড়েছে দুই নাবালক। গোয়েন্দাদের অনুমান, নাবালক হওয়ায় আইন কঠোর প্রয়োগ করা হবে না, তা জেনেই নাবালকদের মাধ্যমে প্রচার করার পরিকল্পনা ছিল আইসিসের।  ভুয়ো আইডির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিল আইসিস।