Massive Asteroids coming towards Earth: ধেয়ে আসছে পাঁচটি গ্রহাণু, ধ্বংস হয়ে যাবে পৃথিবী?
Massive Asteroids coming towards Earth: ধেয়ে আসছে পাঁচটি গ্রহাণু, ধ্বংস হয়ে যাবে পৃথিবী?
পৃথিবীর দিকে ধেয়ে আসছে পাঁচটি গ্রহাণু। তবে কি ধ্বংস হয়ে যাবে পৃথিবী? এই পাঁচটি গ্রহাণু কী-কী? গ্রহাণু 2023 FU6 এটি একটি ছোট ৪৫-ফুটের গ্রহাণু। পৃথিবীর ১,৮৭০,০০০ কিলোমিটার দূর দিয়ে বেরিয়ে যাবে এই গ্রহাণু। গ্রহাণু 2023 FS11 ৮২ ফুটের গ্রহাণুটি ৬,৬১০,০০০ কিলোমিটার দূরত্বে পৃথিবীর খুব কাছ থেকে যাবে। এতেও পৃথিবীর বিরাট কোনও ক্ষতি হবে না বলেই জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। গ্রহাণু 2023 FA7 একটি বিমানের আকারের গ্রহাণু ক্রমশ পৃথিবীর দিকে এগিয়ে আসছে। ৯২ ফুটের এই গ্রহাণুটি পৃথিবীর থেকে ২,২৫০,০০০ কিলোমিটার দূরত্বে। গ্রহাণু 2023 FQ7 একটি ৬৫ ফুট ঘরের আকারের গ্রহাণু । ৫,৭৫০,০০০ কিমি দূরত্বে পৃথিবীর সবচেয়ে কাছে আসবে । গ্রহাণু 2023 FZ3 পৃথিবীর দিকে আসা গ্রহাণুগুলির মধ্যে এটিই বৃহত্তম। এর আকার একটি বিমানের সমান। ৬ এপ্রিল পৃথিবীতে এসে আছাড়াবে বলে আশা করা হচ্ছে। গ্রহাণুটি ১৫০ ফুট চওড়া পাথর দিয়ে তৈরি, যা ৬৭,৬৫৬ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে পৃথিবীর দিকে আসছে। ৪,১৯০,০০০ কিলোমিটার দূরত্বে পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে । নাসার বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন এই গ্রহাণুর দ্বারা পৃথিবীর ক্ষতি হওয়ার সম্ভাবনা আপাতত নেই। গ্রহাণুটির গতিবিধির দিকে নজর রাখছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের কথায়, এই গ্রহাণুর সঠিক গন্তব্য অনুমান করা কঠিন। পৃথিবীর কক্ষপথের খুব কাছ থেকে চলে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে ।