KIFF News: ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কী হতে চলেছে?
KIFF 2023: আগামী ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। থাকছে একগুচ্ছ চমকও। কে আসবেন, কে আসবেন না, তা-ও জানা গিয়েছে ইতিমধ্যেই... এক-এক করে। ২৮তম চলচ্চিত্র উৎসব চলেছিল গত বছর ১৫ থেকে ২২ ডিসেম্বর।
কিফ কবে?
আগামী ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। থাকছে একগুচ্ছ চমকও। কে আসবেন, কে আসবেন না, তা-ও জানা গিয়েছে ইতিমধ্যেই… এক-এক করে। ২৮তম চলচ্চিত্র উৎসব চলেছিল গত বছর ১৫ থেকে ২২ ডিসেম্বর।
কিফ-এর মঞ্চে শাহরুখ-সলমন
বিগত দু’বছরে শাহরুখ খানের সঙ্গে সলমন খানের বন্ধুত্ব আরও জোরাল হয়েছে। ফলে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন দু’জনেই। উল্লেখ্য, এবারই প্রথম সলমনের আগমন ঘটবে কিফে। শাহরুখ কলকাতার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার। প্রতিবারই আসেন কিফে।
কেন রাজি হলেন সলমন?
এই বছর মে মাসে কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন সলমন খান। তখনই তাঁকে কিফের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর আতিথেয়তায় মুগ্ধ সলমন কথাও দিয়েছিলেন, তিনি চেষ্টা করবেন এবং হলও তাই।
থাকবেন না অমিতাভ
অগস্ট মাসে মুম্বইয়ে অমিতাভ বচ্চনকে রাখি পরাতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তখনই তাঁকে কিফের নিমন্ত্রণ জানিয়ে এসেছিলেন। তবে শারীরিক অসুস্থতার কারণে আসতে পারবেন না অমিতাভ। ভক্তদের মন খারাপ।
থাকবেন জয়া
অমিতাভ না থাকলেও, এবারে কিফে কিন্তু হাজির হবেন জয়া বচ্চন, আপাতত জানা গিয়েছে এমনটাই। মুখ্যমন্ত্রীর ডাক তিনি কোনও দিনই ফেরান না। বাঙালি জয়ার বক্তব্য তাই এবারেও শুনতে পারবেন সকলে।
ইন্ডাস্ট্রি’র প্রত্যাবর্তন
অতীতে কিফের চেয়ারম্যানের পদে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তবে ব্যস্ততার কারণ দেখিয়ে বছর কয়েক আগেই সেই পদ থেকে সরে আসেন ‘ইন্ডাস্ট্রি’। তবে এই বছর তাঁকে দেখা যাবে এক বিশেষ ভূমিকায়।
বিশেষ ভূমিকা
কিফের অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে তাঁকে। এর আগে এই কমিটির কোনও চেয়ারম্যান পদ ছিল না। এবারে প্রসেনজিতের কাঁধে পড়তে চলেছে এই গুরুদায়িত্ব।
রাজের ভূমিকা
এবারেও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চেয়ারম্যান পদে দেখা যাবে পরিচালক রাজ চক্রবর্তীকে। ২০১৯ থেকে এই দায়িত্ব সামলাচ্ছেন তিনি। শাহরুখ-সলমনকে একসঙ্গে কতটা সামাল দিতে পারেন রাজ, এখন সেটাই দেখার।
বিশ্বমানের উৎসব
কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে মুম্বই চলচ্চিত্র উৎসব। প্রিয়াঙ্কা চোপড়া বিদেশ থেকে উড়ে এসেছিলেন সেই অনুষ্ঠানে যোগ দিতে। এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় বাংলাও। শাহরুখ-সলমন ও অন্যদের উজ্জ্বল উপস্থিতিতে এই উৎসব যাতে বিশ্বমানের হয়ে উঠতে পারে, তা নিশ্চিত করতে প্রস্তুতি চলছে জোরকদমে।