Jhargram ICDS Center: আইসিডিএস সেন্টার থাকলেও নেই কোন ক্লাস রুম
Jhargram ICDS Center: ঝাড়গ্রামের সরডিহা গ্রাম পঞ্চায়েতের গড়মহন গ্রামে আইসিডিএস সেন্টারের বেহাল দশা।
ঝাড়গ্রামের সরডিহা গ্রাম পঞ্চায়েতের গড়মহন গ্রামে আইসিডিএস সেন্টারের বেহাল দশা।
আইসিডিএস সেন্টার থাকলেও নেই কোন ক্লাস রুম নেই কোনো রান্না ঘর। খোলা আকাশের তলায় একটি অস্থায়ী ছাউনিতে চলছে মা ও শিশুর পুষ্টি তৈরির রান্না। ক্ষোভ গ্রামবাসির। দীর্ঘ বছর ধরে এই ভাবে চলে আসছে আইসিডিএস সেন্টার টি। ১৬০ জন মা ও শিশুর পুষ্টির খাবারের রান্না হয় ওই এলাকার বাসিন্দা আরতি মাহাতোর বাড়ির পাশে চালা করা ছাউনি তে। যা দেখলে চক্ষু চড়ক হবে যে কারোর।চারিপাশে আবরজোনা হাস মুরগি পোকা মাকড় ঘোরা ফেরা করছে যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা। রাজ্যে যে ভাবে প্রতি নিয়ত খাবারে কোথাও সাপ আবার কোথাও টিকটিকি বেরোছে তাতে দুশ চিন্তায় গ্রামের মানুষ। স্থানিয় মানুষের অভিযোগ স্থানীয় প্রশাসনকে জানিয়েও কিছুই লাভ হয় নি।
তারা চান স্থায়ি ঠিকানা আইসিডিএস কেন্দ্রের। অধিকাংশ গ্রামবাসি তাদের শিশু ও মায়ে দের পাঠানা সেখানে। সরকার থেকে পুষ্টির জন্যে খাবারের ব্যবস্তা করা হয়েছে কিন্তু সেই খাবার খেতে ভয় পায় সবাই। ওই এলাকার বেশ কিছু লোক ওই আইসিডিএস সেন্টারে বাচ্চা ও মাকে পাঠাতে ভয় পাচ্ছেন। কারণ যে কোন সময় খাবারে কোন কিছু মিশে যাওয়ার আশঙ্কায় তারা ভয় পাচ্ছেন।