তৈরি হচ্ছে মেট্রো, তাই যন্ত্রনা উপশমে কারিপাত্তা

TV9 Bangla Digital | Edited By: aryama das

Jul 23, 2021 | 1:25 AM

জোর কদমে মেট্রো রেলওয়ের কাজ শুরু হয়েছে নিউটাউনে। নজরুল তীর্থ স্টেশনের জন্য নিউটাউন বাস স্ট্যাণ্ড এলাকার ‘ক্যাফে একান্তে’র বেশ কিছুটা অংশ অধিগ্রহণ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। নজরুল তীর্থ স্টেশনের সিঁড়ি নেমে আসবে ওই অংশে। এদিকে নিউটাউন বাস স্ট্যাণ্ড দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দাদের প্রিয় ‘ইটিং আউট’ ডেসটিনেশন তাই বাস স্ট্যাণ্ড সংলগ্ন এলাকায় একটি দক্ষিণ ভারতীয় স্ন্যাক্স […]

জোর কদমে মেট্রো রেলওয়ের কাজ শুরু হয়েছে নিউটাউনে। নজরুল তীর্থ স্টেশনের জন্য নিউটাউন বাস স্ট্যাণ্ড এলাকার ‘ক্যাফে একান্তে’র বেশ কিছুটা অংশ অধিগ্রহণ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। নজরুল তীর্থ স্টেশনের সিঁড়ি নেমে আসবে ওই অংশে। এদিকে নিউটাউন বাস স্ট্যাণ্ড দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দাদের প্রিয় ‘ইটিং আউট’ ডেসটিনেশন তাই বাস স্ট্যাণ্ড সংলগ্ন এলাকায় একটি দক্ষিণ ভারতীয় স্ন্যাক্স রেস্তোরাঁ চালু করল এনকেডিএ হিডকো।নিউটাউনে নানান ভাষাভাষী মানুষের বাস। আর বাঙালি রসনায় এখন জাঁকিয়ে বসেছে দক্ষিণ ভারতীয় পদ। শিফট পরিবর্তনের সময়ে বিকেলে বা সন্ধ্যায় মানুষ একটু ক্রিসপি চটপটে খাবার খেতে চান, কম সময়ে যা হাতে পাওয়া যাবে গরমা গরম তাই এই উদ্যোগ। একবার মেট্রো চালু হয়ে গেলে রূপান্তর ঘটে যাবে নিউটাউনের, তার আগে একটু কষ্ট করতে হবে নিউটাউনের মানুষদের। টু ডেজ পেইন, টুমরোজ গেইন। কিন্তু পেইন যদি হয় ১৮ রকমের দোসা তাহলে এ বেদনা সুন্দর।