Loading video

RailTel Share Price: কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?

Mar 27, 2025 | 1:54 PM

Share Price: রেল টেল কর্পোরেশনের মার্কেট ক্যাপিটালাইজেশন ১০ হাজার ৫২০ কোটি টাকা। সংস্থার শেয়ার প্রতি আয় ৮.২২।

সম্প্রতি পর পর ২টো অর্ডার পেয়েছে রেল টেল। আর সেই সঙ্গে বেড়েছে সংস্থার শেয়ারের দামও। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ১৬ কোটি ৮৯ লক্ষ টাকার একটি বরাত পায় সংস্থাটি। আর তারপরই কয়েকদিন আগেই সংস্থাটি হিন্দুস্থান পেট্রোলিয়ামের কাছ থেকে আরও একটি বরাত পার। আর তারপরই বুলেটের গতি দেখা যায় রেল টেলের শেয়ারে।

রেগুলেটরি ফাইলিংয়ে রেল টেল সংস্থাটি জানিয়েছে তারা হিন্দুস্থান পেট্রোলিয়ামের কাছে ২৫ কোটি ১৫ লক্ষ টাকার একটি বরাত পেয়েছে। সেই বরাতের অধীনে তারা পাঁচ বছরের জন্য মাল্টি প্রোটোকল লেবেল সুইচিং ও ইন্টারনেট লিসড লাইনের মধ্যে লিঙ্ক করার কাজ করবে।

রেল টেল কর্পোরেশনের মার্কেট ক্যাপিটালাইজেশন ১০ হাজার ৫২০ কোটি টাকা। সংস্থার শেয়ার প্রতি আয় ৮.২২। যদিও সংস্থার প্রাইস টু আর্ন রেশিও ৩৯.৮৮ যা এই সেক্টরের গড় পিই-র তুলনায় প্রায় অর্ধেক। সংস্থাটি যদিও এই সংস্থার আয় ও লভ্যাংশ দুইই একটু করে কমেছে শেষ ত্রৈমাসিকে।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Published on: Mar 27, 2025 01:53 PM