Viral Video: জ্যামে ফেঁসে,পুলিশের ছবি এঁকে ভাইরাল!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Apr 24, 2023 | 6:24 PM

ভিডিয়োটা শুরু হতেই দেখা গেল,ব্যস্ত রাস্তায় এক ট্রাফিক পুলিশ দিক নির্দেশনা করছেন। তখন খাতায় একজন তাঁরই ছবিটা আঁকছেন। ঠিক যে ভাবে তিনি রাস্তায় দিক নির্দেশনা করছিলেন, সেভাবেই আঁকা হল তাঁর ছবিটা। ছবির ঠিক নিচেই দেখা গেল,শিল্পীর স্বাক্ষর। ছবিটা আঁকা হয়ে যেতেই শিল্পী তা নিয়ে গেলেন ওই ট্রাফিক পুলিশের কাছে

কেরালা পুলিশের তরফে তাদের টুইটার প্রোফাইল থেকে একটি ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটা শুরু হতেই দেখা গেল,ব্যস্ত রাস্তায় এক ট্রাফিক পুলিশ দিক নির্দেশনা করছেন। তখন খাতায় একজন তাঁরই ছবিটা আঁকছেন। ঠিক যে ভাবে তিনি রাস্তায় দিক নির্দেশনা করছিলেন, সেভাবেই আঁকা হল তাঁর ছবিটা। ছবির ঠিক নিচেই দেখা গেল,শিল্পীর স্বাক্ষর। ছবিটা আঁকা হয়ে যেতেই শিল্পী তা নিয়ে গেলেন ওই ট্রাফিক পুলিশের কাছে। শিমলাল নামের এক শিল্পী এই ছবিটি এঁকেছেন। একগাল হাসি হেসে তিনি ধন্যবাদ জানালেন শিমলালকে। বুঝিয়ে দিলেন, তাঁর স্কেচ কতটা মনপসন্দ হয়েছে। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। প্রায় ১০ হাজারেরও বেশি ভিউ হয়েছে। একজন বলললেন,’অন্তত কেউ একজন ট্রাফিক গার্ডের কথা ভেবে,তাঁর জন্য একটা সঠিক কাজ করে দেখালেন’।