Alcohol Drinks Processing: এবার মদ বানাবে সরকার!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 22, 2023 | 12:10 PM

অ্যালকোহলিক পানীয়ের ক্ষেত্রে গোয়া মডেল নিচ্ছে কেরল সরকার। পিনরাই বিজয়ন সরকার সস্তায় মদ তৈরি করবে। তাঁর থেকে রাজ্যের আয় বাড়াতে উদ্যোগী সরকার। গোয়ায় কম খরচে অ্যালকোহলিক পানীয় তৈরি হয়।

অ্যালকোহলিক পানীয়ের ক্ষেত্রে গোয়া মডেল নিচ্ছে কেরল সরকার। পিনরাই বিজয়ন সরকার সস্তায় মদ তৈরি করবে। তাঁর থেকে রাজ্যের আয় বাড়াতে উদ্যোগী সরকার। গোয়ায় কম খরচে অ্যালকোহলিক পানীয় তৈরি হয়। কেরলের ২জন সরকারি আধিকারিক তা দেখতে যাচ্ছেন গোয়া। অ্যালকোহলিক পানীয় ডিলার ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে সরকার। নতুন মদনীতি নিচ্ছে সরকার। পর্যটন শিল্প যাতে মার না খায় তাই বৈঠকে ছিলেন পর্যটন দফতরের আধিকারিক। একই সঙ্গে আবগারি শুল্কের বিষয়েও পদক্ষেপ নিচ্ছে সরকার। গোয়ার মতো শুল্ক, লাইসেন্সিং, পাব ও আউটলেট তৈরির ভাবনা কর্ণাটকের। আগে বেঙ্গালুরুর মতো মাইক্রো ব্রিউয়ারি করতে গিয়ে বিতর্কে পড়ে কর্ণাটক সরকার। সরকারি নীতির করা সমালোচনা করে বিরোধীরা। সরকার সেই প্রকল্প বন্ধ করতে বাধ্য হয়।