Kidney Disorder Symptoms: আপনার কিডনি ঠিকঠাক আছে তো?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 25, 2023 | 9:51 PM

kidney Disorder Symptoms: শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। দেহে মূত্র তৈরি করা,একাধিক জরুরি হরমোন তৈরি, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে কিডনি। এছাড়াও বহু গুরুত্বপূর্ণ কাজ করে বৃক্ক। আমাদের ভুলেই দফারফা হয় কিডনির। ডায়াবিটিস ও হাই ব্লাড প্রেশার কিডনির ক্ষতি করে।

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। দেহে মূত্র তৈরি করা,একাধিক জরুরি হরমোন তৈরি, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে কিডনি। এছাড়াও বহু গুরুত্বপূর্ণ কাজ করে বৃক্ক। আমাদের ভুলেই দফারফা হয় কিডনির। ডায়াবিটিস ও হাই ব্লাড প্রেশার কিডনির ক্ষতি করে।

কিডনি বা বৃক্কের একবার ক্ষতি হলে তা চিরস্থায়ী ক্ষতি। কীভাবে বুঝবেন আপনার কিডনি ঠিকঠাক কাজ করছে না। কিছু উপসর্গ আছে কিডনির রোগের। অকারণেই ঘিরে ধরে ক্লান্তি ও দুর্বলতা। কাজে মনোনিবেশ করতে অসুবিধা হয়। কিডনির ক্ষতি হলে দেহের রেচন ক্রিয়া ব্যহত হয়। শরীর থেকে টক্সিন বেরোতে পারে না। তাই ঘুমের ব্যাঘাত ঘটে। বৃক্কের সমস্যায় ত্বক শুষ্ক হয়। চুলকানিও দেখা যায় অনেক সময়ে। চোখের চারপাশ আর পা বৃক্কের রোগে ফুলে যায়। শরীরের সোডিয়াম বেড়ে যাওয়ায় এমন হয়। বৃক্কের অসুখে বারে বারে প্রস্রাবের ইচ্ছা জাগে। বিশেষত রাত্রে বার বার প্রস্রাব পায়। এই সব লক্ষণের কোনও একটি দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।