‘জুলাই আন্দোলন বন্ধের নামে হত্যালীলা চলেছে’, বিচারপতি মন্তব্য এমনটাই!
সোমের রায়দান শুধু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্য়ই নির্ধারণ করবে না, করবে আরও দুই ব্যক্তিরও। একজন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অন্যজন, প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মোট পাচঁটি মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এই তিন নের বিরুদ্ধে।
জুলাই গণঅভ্যুত্থানের সময় ফোনে কাকে, কী নির্দেশ দিয়েছিলেন হাসিনা? ফোনালাপের সেই অংশ উঠে এল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের রায়দান পর্বে। প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তি নি হেলিকপ্টার, ড্রোন, মারণাস্ত্র ব্য়বহারের নির্দেশ দিয়েছিলেন। নির্দেশ দিয়েছিলেন বোমাবর্ষণের। এদিন বিচারপতি বলেন, ‘হাসিনা বলেছিলেন, কাউকে ছাড়বেন না। একটাও রাজাকারদের রেহাই দেবেন না। এঁদের সবাইকে ফাঁসি দেব।’ সোমের রায়দান শুধু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্য়ই নির্ধারণ করবে না, করবে আরও দুই ব্যক্তিরও। একজন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অন্যজন, প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মোট পাচঁটি মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এই তিন নের বিরুদ্ধে।
Published on: Nov 17, 2025 03:12 PM