KLO Video: ‘পৃথক রাজ্য চাই, কামতাপুরে পা ফেলবেন না’, মমতাকে হুঁশিয়ারি জীবন সিংয়ের

সৌরভ পাল |

Jun 07, 2022 | 2:07 PM

মমতা বন্দ্যোপাধ্যায় কোচ-কামতাপুরে পা ফেলবেন না। কোচ-কামতাপুর গঠনে কোনও হস্তক্ষেপ বা বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন না।

Follow Us

কোচবিহার: মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগেই ফের আলাদা রাজ্যের দাবি তুলল কেএলও বা কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন। আলাদা কোচ-কামতাপুর রাজ্যের দাবি জানিয়ে ভিডিয়ো প্রকাশ করেছেন কেএলও প্রধান জীবন সিং। এছাড়াও জন বার্লা, নিশীথ প্রামাণিক, ডাক্তার জয়ন্ত কুমার রায়দের আলাদা রাজ্যের দাবিকে সমর্থনের কথাও শোনা গেল তাঁর গলায়।

প্রকাশ পাওয়া ভিডিয়োতে কেএলও প্রধান জীবন সিং-কে বলতে শোনা যায়, একটি জঙ্গলে সশস্ত্র সঙ্গীদের ঘেরাটোপে রয়েছেন তিনি। ওই ভিডিয়ো বার্তার প্রথমেই তিনি বলেন, “জন বার্লা, নিশীথ প্রামাণিক, জয়ন্ত রায়ের নেতৃত্বে বিজয়ী সংখ্যাগরিষ্ঠ সাংসদ ও বিধায়কদের কাছে পৃথক কোচ-কামতাপুর রাজ্য গঠনের দাবি করছি। বৃহত্তর কোচবিহার বা কামতাপুর রাজ্য গঠন করবেন কোচ-কামতাপুরের মানুষ। সেই সঙ্গে নিজের রাজনৈতিক ভাগ্য নিজেরাই তৈরি করবেন।” ভিডিয়ো বার্তায় এর পরই মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে জীবন বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কোচ-কামতাপুরে পা ফেলবেন না। কোচ-কামতাপুর গঠনে কোনও হস্তক্ষেপ বা বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন না।” বলপূর্বক কিছু করতে এলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে, জানান কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান জীবন সিং।


প্রসঙ্গত, সোমবার থেকে তিনদিনের উত্তরবঙ্গ জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সফর ঘিরে চূড়ান্ত তৎপরতা জেলাজুড়ে। ডুয়ার্সে সভাস্থলের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। হেলিপ্যাড থেকে সভাস্থল পর্যন্ত ইতিমধ্যে রাস্তা পাকা করে দেওয়া হয়েছে। নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছেন জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রথম দিন আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে কর্মিসভা করবেন মুখ্যমন্ত্রী।

কেএলওর ভিডিও প্রসঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন, “কতিপয় লোকেদের নিয়ে তৈরি কেএলও। এরা ভারত বিরোধী একটা শক্তি। এদের হঠাৎ মাথা চাড়া দেওয়ার প্রধান কারণ রাজ্য ভাগ নিয়ে বিজেপির উস্কানিমূলক মন্তব্য।” অপরদিকে বিরোধী নেতা রাহুল সিনহা বলেছেন, “বিজেপি এই মুহূর্তে রাজ্য ভাগ নিয়ে ভাবিত নয়। তাই কেএলও কী দাবি করছে তার দায় বিজেপির নয়।”

কোচবিহার: মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগেই ফের আলাদা রাজ্যের দাবি তুলল কেএলও বা কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন। আলাদা কোচ-কামতাপুর রাজ্যের দাবি জানিয়ে ভিডিয়ো প্রকাশ করেছেন কেএলও প্রধান জীবন সিং। এছাড়াও জন বার্লা, নিশীথ প্রামাণিক, ডাক্তার জয়ন্ত কুমার রায়দের আলাদা রাজ্যের দাবিকে সমর্থনের কথাও শোনা গেল তাঁর গলায়।

প্রকাশ পাওয়া ভিডিয়োতে কেএলও প্রধান জীবন সিং-কে বলতে শোনা যায়, একটি জঙ্গলে সশস্ত্র সঙ্গীদের ঘেরাটোপে রয়েছেন তিনি। ওই ভিডিয়ো বার্তার প্রথমেই তিনি বলেন, “জন বার্লা, নিশীথ প্রামাণিক, জয়ন্ত রায়ের নেতৃত্বে বিজয়ী সংখ্যাগরিষ্ঠ সাংসদ ও বিধায়কদের কাছে পৃথক কোচ-কামতাপুর রাজ্য গঠনের দাবি করছি। বৃহত্তর কোচবিহার বা কামতাপুর রাজ্য গঠন করবেন কোচ-কামতাপুরের মানুষ। সেই সঙ্গে নিজের রাজনৈতিক ভাগ্য নিজেরাই তৈরি করবেন।” ভিডিয়ো বার্তায় এর পরই মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে জীবন বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কোচ-কামতাপুরে পা ফেলবেন না। কোচ-কামতাপুর গঠনে কোনও হস্তক্ষেপ বা বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন না।” বলপূর্বক কিছু করতে এলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে, জানান কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান জীবন সিং।


প্রসঙ্গত, সোমবার থেকে তিনদিনের উত্তরবঙ্গ জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সফর ঘিরে চূড়ান্ত তৎপরতা জেলাজুড়ে। ডুয়ার্সে সভাস্থলের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। হেলিপ্যাড থেকে সভাস্থল পর্যন্ত ইতিমধ্যে রাস্তা পাকা করে দেওয়া হয়েছে। নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছেন জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রথম দিন আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে কর্মিসভা করবেন মুখ্যমন্ত্রী।

কেএলওর ভিডিও প্রসঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন, “কতিপয় লোকেদের নিয়ে তৈরি কেএলও। এরা ভারত বিরোধী একটা শক্তি। এদের হঠাৎ মাথা চাড়া দেওয়ার প্রধান কারণ রাজ্য ভাগ নিয়ে বিজেপির উস্কানিমূলক মন্তব্য।” অপরদিকে বিরোধী নেতা রাহুল সিনহা বলেছেন, “বিজেপি এই মুহূর্তে রাজ্য ভাগ নিয়ে ভাবিত নয়। তাই কেএলও কী দাবি করছে তার দায় বিজেপির নয়।”

Next Video