FIFA World Cup 2022: কাতারে স্যালাডের দাম ২০০ টাকা!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 20, 2022 | 6:43 PM

এ বার কাতারের ফ্যান জোনে খাবারের দাম শুনে অবাক বিশ্ব। কাতারে গেলে পকেট কাটা যাবে মনে করছেন অনেকেই।

Follow Us

কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) ফ্যান জোনে খাবারের দামে চক্ষু চড়কগাছ সকলের। খাবারের মান নিয়েও জেরবার হচ্ছেন দর্শকরা। গুণমানের সঙ্গে দাম সম্পূর্ণ বিপরীত। ফুটবলের সেরা উৎসবে সামিল হতে প্রায় ১২ লক্ষ সমাগম হতে চলেছে কাতারে। কাতার দাবি করেছে, এটি হবে ইতিহাসের সেরা ফিফা ফ্যান ফেস্টিভ্যাল। তবে ভক্তরা মনে করছেন, খালি পেটে খেলা দেখতে না আসাই ভালো মনে করছে একাংশ। একটি গ্রীক স্যালাডের দাম রাখা হয়েছে ৯ কাতারি রিয়েল। এই স্যালাডের স্বাদের থেকে খরগোশদের দেওয়া স্যালাডের স্বাদ ভালো। বলছেন অনেক ফুটবল দর্শকই। এক প্লেট ন্যাচোস কিনতেও খসতে পারে ৪.৬০ কাতারি রিয়েল। চিকেন কোয়েসাডিলা আর একটি পিৎজার দাম সমান। দাম নির্ধারণ করা হয়েছে ৮ কাতারি রিয়েল। এ বার কাতারের ফ্যান জোনে খাবারের দাম শুনে অবাক বিশ্ব। কাতারে গেলে পকেট কাটা যাবে মনে করছেন অনেকেই।

 

 

কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) ফ্যান জোনে খাবারের দামে চক্ষু চড়কগাছ সকলের। খাবারের মান নিয়েও জেরবার হচ্ছেন দর্শকরা। গুণমানের সঙ্গে দাম সম্পূর্ণ বিপরীত। ফুটবলের সেরা উৎসবে সামিল হতে প্রায় ১২ লক্ষ সমাগম হতে চলেছে কাতারে। কাতার দাবি করেছে, এটি হবে ইতিহাসের সেরা ফিফা ফ্যান ফেস্টিভ্যাল। তবে ভক্তরা মনে করছেন, খালি পেটে খেলা দেখতে না আসাই ভালো মনে করছে একাংশ। একটি গ্রীক স্যালাডের দাম রাখা হয়েছে ৯ কাতারি রিয়েল। এই স্যালাডের স্বাদের থেকে খরগোশদের দেওয়া স্যালাডের স্বাদ ভালো। বলছেন অনেক ফুটবল দর্শকই। এক প্লেট ন্যাচোস কিনতেও খসতে পারে ৪.৬০ কাতারি রিয়েল। চিকেন কোয়েসাডিলা আর একটি পিৎজার দাম সমান। দাম নির্ধারণ করা হয়েছে ৮ কাতারি রিয়েল। এ বার কাতারের ফ্যান জোনে খাবারের দাম শুনে অবাক বিশ্ব। কাতারে গেলে পকেট কাটা যাবে মনে করছেন অনেকেই।

 

 

Next Video