Barasat Durga Puja Carnival 2023: বারাসতে কেমন প্রস্তুতি কার্নিভালের?

| Edited By: Tapasi Dutta

Oct 25, 2023 | 10:29 PM

উত্তর ২৪ পরগনা জেলার মোট চারটি পয়েন্টে বিসর্জনের বিশেষ্যভাযাত্রা অনুষ্ঠিত হবে যার মধ্যে অন্যতম বারাসাত চাপাডালি মোড়। রাজ্য মন্ত্রী যারা শাসক এবং জেলা বিভিন্ন উপস্থিত থাকবেন। চাঁপাডালি মোড়ের বিশেষ্যভাযাত্রাতে কুড়িটি মণ্ডল বংশ নেবে।

উত্তর ২৪ পরগনা জেলার মোট চারটি পয়েন্টে বিসর্জনের বিশেষ্যভাযাত্রা অনুষ্ঠিত হবে যার মধ্যে অন্যতম বারাসাত চাপাডালি মোড়। রাজ্য মন্ত্রী যারা শাসক এবং জেলা বিভিন্ন উপস্থিত থাকবেন। চাঁপাডালি মোড়ের বিশেষ্যভাযাত্রাতে কুড়িটি মণ্ডল বংশ নেবে।

টাকি রোডের ওপরে শতদল মাঠে সকলে সমবেত ভাবে যোগ দেবেন। সেখান থেকে শোভাযাত্রা করে চাঁপাডালি মোড়ে এসে মঞ্চের সামনে তাদের পারফরম্যান্স। তারপর একে একে মন্ডপ নিরঞ্জনের পথে এগিয়ে যাবে। এই বিশেষ শোভাযাত্রাকে ঘিরে মানুষের মধ্যে উদ্দীপনা রয়েছে।

দূর দূরান্তের প্রচুর মানুষ আসেন এই শোভাযাত্রা দেখতে সে কারণে পুলিশ আলাদা করে রাস্তার উপরে ব্যারিকেন করে যাতে সুস্থভাবে মানুষ দেখতে পারেন সে ব্যবস্থাও করেছেন। আগামীকাল বেলা চারটা থেকে এই বিশেষ শোভাযাত্রা শুরু হবে।