SIR: এনুমারেশন ফর্ম তো পেলেন, কীভাবে ফিল আপ করবেন দেখুন

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 04, 2025 | 3:24 PM

SIR: বিএলও-রা মঙ্গলবার সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন। সাধারণ মানুষের কাছে বিষয়টা নতুন কারণ ২০০২ সালের পর আর এই প্রক্রিয়ায় ভোটার তালিকা সংশোধন করা হয়নি। ফলে, অনেকেই ফর্ম হাতে নিয়ে বুঝতে চাইছেন কীভাবে ফিল আপ করতে হবে।

কলকাতা: ২০০২ সালের তালিকায় নাম থাকুক বা না থাকুক, প্রত্যেককেই ফর্ম দেবেন বিএলও-রা। মঙ্গলবার সকাল থেকে সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনেকেই এদিন সকাল থেকে এনুমারেশন ফর্ম পেয়ে গিয়েছেন। কিন্তু, কীভাবে ফিল আপ করতে হবে তা বুঝতে পারছেন না।

এক বিএলও ফর্ম দেখিয়ে বুঝিয়ে দিলেন, কোথায় কী লিখতে হবে। কোথায় নিজের নাম বা এপিক নম্বর দিতে হবে, কোথায় বাবা-মায়ের নাম লিখতে হবে, সবটাই বলে  দিয়েছেন তিনি। ২০০২-এর তালিকায় নাম খুঁজতেও সাহায্য করছেন তাঁরা। বিএলও-দের সঙ্গে থাকছেন রাজনৈতিক দলের তরফে বিএলএ-রা।