Loading video

IPL 2025, KKR vs RR: সল্ট পেরেছিলেন, ডিজে ব্র্যাভোর ভরসা কুড়োবেন নতুন নাইট!

Mar 26, 2025 | 6:07 PM

KKR: এক দিকে যেমন অভিজ্ঞরা পারফর্ম করছেন। তেমনই একঝাঁক তরুণ। সেটা ব্যাটিংয়ে হোক বা বোলিংয়ে। উদাহরণ হিসেবে বিগ্নেশ পুথুর, আশুতোষ শর্মা, বিপরাজ নিগম, দিগ্বেশদের কথাও বলতে হয়। তরুণরা কী ভাবে ভালো পারফর্ম করছেন?

বিনোদনের ক্রিকেট। ক্রিকেটের বিনোদন। সব মিলিয়ে জমজমাট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। অজিঙ্ক রাহানে, বিরাট কোহলি, নিকোলাস পুরান, মিচেল মার্শের মতো প্লেয়াররা ব্যাট হাতে ঝড় তুলছেন। এক দিকে যেমন তাঁদের মতো অভিজ্ঞরা পারফর্ম করছেন। তেমনই একঝাঁক তরুণ। সেটা ব্যাটিংয়ে হোক বা বোলিংয়ে। উদাহরণ হিসেবে বিগ্নেশ পুথুর, আশুতোষ শর্মা, বিপরাজ নিগম, দিগ্বেশদের কথাও বলতে হয়। তরুণরা কী ভাবে ভালো পারফর্ম করছেন?

কেকেআরের মেন্টর এবার ডোয়েন ব্র্যাভো। টি-টোয়েন্টিতে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন। মরসুম শুরুর আগে বলেছিলেন, গম্ভীরের উইনিং ফর্মুলায় ভরসা রাখবেন। এই থেকেই প্রশ্ন, তা হলে কি প্র্যাক্টিস ম্যাচে দুর্দান্ত খেলা লাভনীথ সিসোদিয়াকে প্রথম ম্যাচে সুযোগ দেওয়া যেত? সুনীল নারিনের সঙ্গে অভিজ্ঞ কুইন্টন ডিককের উপরই ভরসা রাখে নাইট ম্যানেজমেন্ট। লাভনীথও কিপার ব্যাটার। তাঁকে একাদশে রাখলে সুনীল নারিন, রাসেল, স্পেন্সর জনসনের সঙ্গে বিদেশি পেসার নর্টজেকেও খেলাতে পারবে কেকেআর।