Bhowanipore Double Murder: ‘পরিচিতরাই খুন করেছে’, মুখ্যমন্ত্রীর অনুমানই সত্যি হল, ভবানীপুরকাণ্ডে গ্রেফতার ২

TV9 Bangla Digital | Edited By: সৌরভ পাল

Jun 09, 2022 | 3:36 PM

আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করি। এটা অত্যন্ত শান্ত এলাকা। এর আগে এখানে কখনই এই ধরনের ঘটনা ঘটেনি। কাজেই পরিচিত লোকের কাজ ছাড়া এ কাজ কেউ কখনও করতে পারে না।

কলকাতা: ভবানীপুরে দম্পতি খুনের চারদিনের মাথায় পুলিশ গ্রেফতার করল দুই আততায়ীকে। বুধবার রাতভর সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তাদের কথায় বেশ কিছু অসঙ্গতি থাকায় বৃহস্পতিবার সকালেই গ্রেফতার করা হয় তাদের।

তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, ধৃতদের মধ্যেই একজন খুন হওয়া ব্যবসায়ীর পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ। আততায়ী নিহত গুজরাটি ব্যবসায়ী অশোক জে শাহর মেয়ের শ্বশুরবাড়ির আত্মীয় বলেই জানা যাচ্ছে। অশোক শাহর ফ্ল্যাট বিক্রিতে এই ব্যক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও জানতে পেরেছে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত সমস্ত রকম আলোচনায় বিশেষভাবে যুক্ত ছিল ওই ব্যক্তি। এমনকি ব্রোকারদের সঙ্গেও কথা বলত সে। তদন্তের স্বার্থে ২ জনের পরিচয় এখনই প্রকাশ্য আনা হচ্ছে না। পুলিশের অনুমান, এই খুনে ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত কোনও যোগ থাকতে পারে।

বুধবার রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় সন্দেহভাজন ওই ২ ব্যক্তিকে। তাদের কথায় বেশ কিছু অসঙ্গতি খুঁজে পায় তদন্তকারীরা। অবশেষে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় সন্দেহভাজন ২ জনকেই। এই ঘটনায় আরও এক ব্যক্তি জড়িত রয়েছে বলে অনুমান করছেন তদন্তকারীরা। সেই ব্যক্তিরও খোঁজ চলছে।

প্রসঙ্গত, বুধবার জেলা সফর শেষ করেই ভবানীপুরের ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন নগরপাল বিনীত গোয়েলও। ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি অত্যন্ত শকড্। শুধু আমি নই, হরিশ মুখার্জি রোড, মুক্তদল, কালীঘাট রোড, আমাদের পাড়া প্রতিবেশীরা সকলেই বিস্মিত। আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করি। এটা অত্যন্ত শান্ত এলাকা। এর আগে এখানে কখনই এই ধরনের ঘটনা ঘটেনি। কাজেই পরিচিত লোকের কাজ ছাড়া এ কাজ কেউ কখনও করতে পারে না।”

ভবানীপুর কলকাতার ‘হাইপ্রোফাইল জ়োন’। যেখানে দম্পতি খুনের ঘটনা ঘটেছে, সেখান থেকে মুখ্যমন্ত্রীর ও অভিষেক বন্দোপাধ্যায়ের বাড়ি ঢিল ছোঁড়া দূরত্বেই। ভর সন্ধ্যে বেলায় এই জোড়া খুনের ঘটনা স্বভাবতই প্রশ্ন তুলেছে এরকম একটি ‘হাই সিকিউরিটি জ়োন’-এর নিরাপত্তা নিয়ে। এ প্রসঙ্গে প্রাক্তন পুলিশকর্তা বিকাশ চট্টোপাধ্যায় বলেন, “ওই এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো ঠিক ছিল না। নিরাপত্তারও যথেষ্ট অভাব রয়েছে। আততায়ী নিহতদের পূর্ব পরিচিত, তাই তাকে দেখে দরজা খুলে দেয় শাহ দম্পতি।”

তদন্তকারীরা জানাচ্ছেন, এখনও ধৃতরা পুরোপুরি তথ্য দিতে চাননি। তাঁদের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া বাকি রয়েছেন। পাশাপাশি তৃতীয় ব্যক্তির খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় ভবানীপুর হরিশ মুখার্জি স্ট্রিট থেকে উদ্ধার হয় অশোক শাহ ও রশ্মিতা শাহের রক্তাক্ত দেহ। ভর সন্ধ্যে বেলায় ঘটে যাওয়া জোড়া খুনের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর কলকাতায়।