Kunal Ghosh: ‘লিভারের রোগেও মৃত্যু হলেও SIR!’, কুণালের কথা শুনেই জবাব বিজেপির
Kunal Ghosh on SIR: বাংলায় এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই তৃণমূল নেতারা বিরোধিতায় নেমেছেন। বিজেপি নেতাদের বেঁধে রাখার নিদান পর্যন্ত দিয়েছেন তৃণমূল কাউন্সিলর অঞ্জন পাল। মঙ্গলবারই এই ইস্যুতে রাস্তায় নামবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।
কলকাতা: ‘বের করে দেব, নাম কেটে দেব’ বলে বিজেপি প্যানিক তৈরি করেছে। এমনটাই দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, হঠাৎ করে এসআইআর ঘোষণা হওয়ার পর কারও উদ্বেগজনিত চাপে মৃত্যু হয়েছে, কারও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। আতঙ্ক তৈরির চক্রান্তের তীব্র নিন্দা ও বিরোধিতা করেন তিনি।
এ কথা শুনেই বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘হার্ট অ্যাটাকে মৃত্যু হলেও বলা হচ্ছে এসআইআর, লিভারের রোগে মৃত্যু হলেও বলা হচ্ছে এসআইআর। তৃণমূল মৃত্যু নিয়ে রাজনীতি করছে। এসআইআর কাঁপুনি ধরিয়ে দিয়েছে তৃণমূলের। আতঙ্ক ছড়ানোয় আসলে দায়ী তৃণমূল। ওরাই আতঙ্ক ছড়াচ্ছে।’
Published on: Nov 03, 2025 08:28 PM