বাথরুমে পড়ে গেলেন কুণাল ঘোষ, চোট গুরুতর
Kunal Ghosh: প্রায় প্রতিদিনই সাংবাদিকদের মুখোমুখি হন কুণাল ঘোষ। বিভিন্ন ইস্যুতে শাসক দলের অবস্থান নিয়ে মূলত কথা বলেন তিনি। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সবরকমের শারীরিক পরীক্ষা করা হয়েছে। তবে চিকিৎসকদের তরফে এখনও কুণালের স্বাস্থ্যের ব্যাপারে কিছু জানানো হয়নি।
পড়ে গিয়ে গুরুতর চোট পেলেন তৃণমূলের মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সোমবার আচমকাই বাথরুমে তিনি পড়ে যান বলে জানা গিয়েছে। পড়ে যাওয়ায় পায়ে লাগে গুরুতর চোট। মাথাতেও আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি। সূত্রের খবর, মঙ্গলবার তাঁর পায়ে অস্ত্রোপচার করা হবে। শুধুমাত্র রাজনৈতিক দল নয়, সংবাদমাধ্যমের সঙ্গেও যুক্ত কুণাল ঘোষ।
Published on: Nov 24, 2025 08:21 PM
