Kunal Ghosh: কুণাল ঘোষের নতুন ছবি!

| Edited By: সোমনাথ মিত্র

Jun 09, 2025 | 2:51 PM

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবার অনুপ্রবেশ করছেন অভিনয় জগতে। পরিচালনা করছেন অরিন্দম শীল, এই রাজনৈতিক থ্রিলার ছবির শিরোনাম “কর্পূর” । ছবিটি দীপান্বিতা রায়ের উপন্যাস — “অন্তর্ধানের নেপথ্যে” — অবলম্বনে তৈরি হবে। গল্পের কেন্দ্রবিন্দু ১৯৯৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপ-নিয়ামক মনীষা মুখোপাধ্যায়ের রহস্যময় নিখোঁজ হওয়া। কুণাল বিজয়ী করেন সিপিএম রাজ্যসভার রাজনৈতিক নেতার […]

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবার অনুপ্রবেশ করছেন অভিনয় জগতে। পরিচালনা করছেন অরিন্দম শীল, এই রাজনৈতিক থ্রিলার ছবির শিরোনাম “কর্পূর” ।

ছবিটি দীপান্বিতা রায়ের উপন্যাস — “অন্তর্ধানের নেপথ্যে” — অবলম্বনে তৈরি হবে। গল্পের কেন্দ্রবিন্দু ১৯৯৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপ-নিয়ামক মনীষা মুখোপাধ্যায়ের রহস্যময় নিখোঁজ হওয়া। কুণাল বিজয়ী করেন সিপিএম রাজ্যসভার রাজনৈতিক নেতার ভূমিকায় । ঋতুপর্ণা সেনগুপ্ত মূল চরিত্রে অভিনয় করবেন, অতিরিক্ত লড়াইয়ে রয়েছেন শক্তিশালী অভিনেতা ব্রাত্য বসু।

কুণাল ঘোষ জানিয়েছেন, “আমি মিডিয়া ও রাজনীতির পরে আরেকটা চ্যালেঞ্জে নেমেছি—এবার অভিনয়।” যদিও তাঁর চরিত্রে সময় কম, তবুও “ছোট্ট হলেও গুরুত্বপূর্ণ” হিসাবে দেখতে পাওয়া হবে।

শুটিং এর প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। রাজনীতি থেকে টেলেন্টের এই ‘ক্রসওভার’ ইতিমধ্যেই খবরের শিরোনাম।

আর কী জানালেন কুণাল? দেখুন ভিডিয়ো।