Kurmi Protest in Purulia: আবার রেল অবরোধ

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Sep 19, 2023 | 1:36 PM

আদিবাসী কুড়মি সমাজের রেল অবরোধ নিয়ে ক্রমশ উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। আগামী বুধবার ভোর থেকে পুরুলিয়ার আদ্রা ডিভিশনের কুস্তাউর রেল স্টেশনে অনির্দিষ্ট কালের জন্য রেল অবরোধের ঘোষণা করেছে আদিবাসী কুড়মি সমাজ।

আদিবাসী কুড়মি সমাজের রেল অবরোধ নিয়ে ক্রমশ উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। আগামী বুধবার ভোর থেকে পুরুলিয়ার আদ্রা ডিভিশনের কুস্তাউর রেল স্টেশনে অনির্দিষ্ট কালের জন্য রেল অবরোধের ঘোষণা করেছে আদিবাসী কুড়মি সমাজ। এর আগেও দুবার এই ধরনের অবরোধ হওয়ার জন্য এবার আগে থেকেই শঙ্কার মেঘ দেখা যাচ্ছে। দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে ইতিমধ্যেই চিঠি দিয়ে এই অবরোধ না করার অনুরোধ জানানো হয়েছে। কাজটি বে আইনি বলে জানিয়েছেন আদ্রার ডি আর এম সুমিত নেরুলা। তৎপর হয়েছে জেলা পুলিশও। শুরু হয়েছে রুট মার্চ। আদিবাসী কুড়মি সমাজের প্যান্ডেলও পুলিশ খুলে দিতে বলেছে বলে অভিযোগ উঠেছে। সংগঠনের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো আজও জানিয়ে দিয়েছেন যে অবরোধ করতে তারা বদ্ধ পরিকর। যতক্ষণ রাজ্য সরকার সি আর আই রিপোর্ট সংশোধন করে পাঠাচ্ছেন ততক্ষণ নিজেদের আন্দোলন অব্যাহত রাখবেন তারা। অন্যদিকে পুলিশের তরফেও এবার নেওয়া হচ্ছে আগাম ব্যবস্থা। সোমবার সন্ধ্যায় এজন্য কুস্তাউর রেল স্টেশনে যান স্বয়ং জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রেল অবরোধ হলে সাধরন মানুষের খুব সমস্যা হয়। বিষয়টি বলা হয়েছে আদিবাসী কুড়মি সমাজকে।