SSC Case: এসএসসি-র আসল উদ্দেশ্য কী ছিল? বড় দাবি ফিরদৌস শামিমের

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 19, 2025 | 10:16 PM

Tainted Candidates: সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি যে ‘দাগি’দের যে তালিকা প্রকাশ করেছিল, তাতেও নাম ছিল নীতীশ রঞ্জনের। তারপরও ডাক পাচ্ছেন কী করে? এই বিষয়টি আইনজীবী ফিরদৌস শামিমের কাছে ফোন করে জানান নীতীশের স্ত্রী!

সুপ্রিম কোর্টে গিয়ে কমিশন বলেছিল একজনও অযোগ্য প্রার্থী পরীক্ষায় বসেনি। তারপরও অযোগ্য পরীক্ষার্থীর খোঁজ মিলেছে! হাইকোর্টের মামলার পর এমনটাই বললেন আইনজীবী ফিরদৌস শামিম। আইনজীবীর বক্তব্য, যে কোনও অবস্থাতেই অযোগ্যদের পরীক্ষায় বসানোই উদ্দেশ্য ছিল কমিশনের।

আরও অভিযোগ, কমিশন অযোগ্য প্রার্থীদের তালিকার নামে শুধুই রোল নম্বর আর নাম প্রকাশ করেছে। একই নামের অনেক ব্যক্তি আছে। তাদের খুঁজে বের করা মুস্কিল বলে দাবি করে ফিরদৌস শামিম জানান, আদালত সব সম্পূর্ণ তথ্য দিয়ে লিস্ট প্রকাশ করতে বলেছে। ফলপ্রকাশ হতেই দেখা যায় দাগি তালিকায় থাকা নীতীশরঞ্জন বর্মনের নাম রয়েছে। সেই অভিযোগ তুলেই মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে।