SIR in Bengal: জ্ঞানেেশ কুমার কলকাতায় এসে দেখুক SIR-এর নামে কী চলছে: শমীক

| Edited By: জয়দীপ দাস

Jan 13, 2026 | 9:58 PM

Shamik Bhattacharya: মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যুতে বিজেপি ও নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করে লাগাতার আক্রমণ শানাচ্ছেন। তবে গুরুতর অভিযোগ উঠছে বিএলও-দের বিরুদ্ধেও। ফর্ম ৭ নিয়েও চলছে চাপানউতোর। পাল্টা বিজেপি সুর চড়াচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। সব মিলিয়ে চাপানউতোরের মধ্যেই বড় কথা শমীকের।

রাজ্যে ‘আন-ম্যাপড’ ভোটারদের নাম বাতিলের জল্পনা ঘিরে যখন রাজনৈতিক পারদ তুঙ্গে, ঠিক তখনই মুখ্য নির্বাচন কমিশনারকে সরাসরি বাংলায় এসে পরিস্থিতি খতিয়ে দেখার আহ্বান জানালেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। একদিকে কমিশন সূত্রে খবর মিলছে যে, নথিপত্র দেখাতে না পারায় এখনও পর্যন্ত প্রায় ১১ হাজার ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যুতে বিজেপি ও নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করে লাগাতার আক্রমণ শানাচ্ছেন। তবে গুরুতর অভিযোগ উঠছে বিএলও-দের বিরুদ্ধেও। ফর্ম ৭ নিয়েও চলছে চাপানউতোর। পাল্টা বিজেপি সুর চড়াচ্ছে তৃণমূলের বিরুদ্ধে।