Weather Update: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, বঙ্গে রেকর্ড পারদ পতন

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 25, 2025 | 5:30 PM

Weather Update: পরবর্তী ৪৮ ঘণ্টায় গভীর নিম্নচাপ উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরে আরও শক্তিশালী হয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। জানিয়েছে ভারতের মৌসম ভবন। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে সেনিয়ার। নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী।

কলকাতা: ক্রমেই শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল। সেটি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। মঙ্গলবারই  সিস্টেমটি দক্ষিণ আন্দামান সাগরে গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় গভীর নিম্নচাপ উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরে আরও শক্তিশালী হয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। জানিয়েছে ভারতের মৌসম ভবন। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে সেনিয়ার। নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। যার অর্থ সিংহ। নভেম্বর মাসের শেষে বিশাখাপত্তনম এর কাছাকাছি ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা। এর সরাসরি কোনও প্রভাব নেই বাংলায়।