LPG Price: নতুন বছর থেকে সস্তার এলপিজিতে রান্না করবেন?
LPG Import Deal: রাশিয়ার থেকে তেল কেনায় ভারতের উপরে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বারবার চাপ সৃষ্টি করছেন যাতে ভারত আমদানি বন্ধ করে দেয় বা আমেরিকার কাছ থেকে তেল কেনে। এবার সম্পর্ক শোধরাতেই সম্ভবত ভারতের এই পদক্ষেপ।
দাম কমে যাবে রান্নার গ্যাসের? বাজারে কান পাতলেই শোনা যাচ্ছে জোর গুঞ্জন। এবার আর শুধু পশ্চিম এশিয়ার দেশ নয়, এলপিজি আসবে সূদূর আমেরিকা থেকে। আমেরিকা থেকে ভারতে এলপিজি আমদানির জন্য ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করা হল। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সোমবার এই চুক্তির ঘোষণা করেন। তিনি জানান, আমেরিকা থেকে আগামী এক বছরে প্রায় ২২ লক্ষ টন লিক্যুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস আমদানি করা হবে। দেশের বার্ষিক যে আমদানি হয় এলপিজির, তার প্রায় ১০ শতাংশ আসবে আমেরিকা থেকে।
তবে হঠাৎ কেন এই চুক্তি করল ভারত? বিশেষজ্ঞদের অনুমান, এর নেপথ্যে রয়েছে ভূ-রাজনীতি ও ট্রাম্পের বসানো ৫০ শতাংশ শুল্কের ধাক্কা। রাশিয়ার থেকে তেল কেনায় ভারতের উপরে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বারবার চাপ সৃষ্টি করছেন যাতে ভারত আমদানি বন্ধ করে দেয় বা আমেরিকার কাছ থেকে তেল কেনে। এবার সম্পর্ক শোধরাতেই সম্ভবত ভারতের এই পদক্ষেপ।